এক নতুন যুগের দিক𒆙ে এগোচ্ছে ভারত। দেশ যখন স্বাধীনতার শতবর্ষে পা দেবে তখন বিশ্বের অন্যতম অগ্রণী দেশ হিসাবে উচ্চারিত হবে ভারতের নাম। শুক্রবার একথা জানিয়েছেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সর্দার বল্লবভাই প্যাটেল ন্যাশানাল পুলিশ আকাদেমিতে আইপিএস প্রবেশনারিদের পাসিং আউট প্যারাডের অনুষ্ঠানে বক্তব্য রাখেন অজিত দোভাল। তিনি বলেন, গণতন্ত্রে মূল সুর ব্য়ালট বক্সে থাকে না, নির্বাচিত প্রতিনিধিরা যে আইন তৈরি করেন তার মধ্যে থাকে। পুলিশকে আহꩲ্বান জানিয়ে তিনি বলেন, আপনারাই সেই আইনের প্রয়োগ করেন। আইন তখনই ভালো হয় যখন সেগুলি মানুষের সেবায় প্রয়োগ করা হয়।
তিনি জানিয়েছেন, এই আইনের প্রয়োগটা খুব গুরুত্বপূর্ণ। যেখানে এই আইন প্রয়োগ ব্যর্থ হয় সেখানে দেশ তৈরি হয় না। যেখানে দুর্বল আইন, দুর্নীতি থাকে সেখানে মানুষ নিরাপদ ও সুরক্ষিত থাকেন না। এর সঙ্গেই তিনি জানিয়েছেন, যদি অভ্য়ন্তরীন সুরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয় তবে কোনও দেশ মহান হতে পারে না। যদি দেশবাসী সুরক্ষিত না থাকেন তখন দেশের বিকাশ হয় না। তিনি বলেন, দেশের ৩২ লক্ষ বর্গ কিলোমিটার এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখা পুলিশের কর্তব্য। দোভাল জানিয়েছেন, পাকিস্তান, চিন, মায়ানমার, বাংলাদেশের সঙ্গে আমাদের সীমানা রয়েছে। কোথাও কোনও নিরাপত♛্তাজনিত সমস্যা যাতে না হয়, পুলিশ ও সীমান্তে থাকা কেন্দ্রীয় বাহিনী তার নজরদারি করে।