মাত্র ৩০ সেকেন্ডেই মিলবে করোনাভাইরাস পরীক্ষার ফল। যৌথভাবে এমনই র্যাপিড টেস্ট কিট তৈরির লক্ষ্য নিয়েছে ভারত এবং ইজরায়েল। বৃহস্পতিবার একথা জানিয়েছে ভ🏅ারতে ইজরায়েলের দূতাবাস।
টুইটারে ইজরায়েলের দূতাবাসের তরফে বলা হয়, ‘আগামী কয়েক সপ্তাহে ভারত এবং ইজরায়েল🀅ের মধ্যে এক অভূতপূর্ব করোনা-বিরꦰোধী অভিযানে নেতৃত্ব দেবে ইজরায়েলের বিদেশ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রক।’
অপর একটি টুইটবার্তায় জানানো হয়, তেল আভিভ থেকে নয়াদিল্লি পর্যন্ত একটি বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয়েছে। সেই বিমানে করে নয়াদিল্লি আসবেন ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক এবং গবেষকরা। সেখানে ভারতের মুখ্য বিজ্ঞানী কে বিজয় রাঘবন এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) সঙ্গে যৌথভাবে র্যাপিড টেস্ট কিট তৈরি করা হবে ইজরায়েলের দূতা🌳বাসের তরফে জানানো হয়েছে। সেই কিট মাত্র ৩০ সেকেন্ডের কম সময়ে করোনা পরীক্ষার ফল জানিয়ে দেবে।
নয়া উদ্যোগের বিষয়ে ভারতে ইজরায়েলের দূত বলেন, ‘ভারতে ইজরায়েলের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। এরকম সময়েই আমাদের বন🎉্ধুত্ব পরীক্ষিত হয় এবং এই জটিল ও কঠিন সময়ে ভারতেরꦡ দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে খুশি ইজরায়েল।’