নয়া চিনা বিদেশমন্ত্রী কিন গাং সম্প্রতি দাবি করেছেন, 'ভারত এবং চিন যৌথ উদ্যোগে সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলবে।' তাঁর এই মন্তব্য নিয়ে এবার মুখ খুলল ভারতীয় বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার কিন গাংয়ের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারত তাদের পুরোনো নীতিতেই অবিচল রয়েছে। চিনের সাথে সম্পর্ক ভালো করার জন্য সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বার্তা দেন অরিন্দম বাগচি। বাগচির কথায়, 'ভারতের দীর্ঘস্থায়ী অবস্থান সম্পর্কে সবাই অবগত। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা আমাদের সম্পর্কের উন্নয়নের জন্য অপরিহার্য।' তিনি আরও বলেছিলেন, 'দ্বিপাক্ষিক চুক্তি পালন করতে হবে। এবং সীমান্তের স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টা থেকে বিরত থাকাতে হবে প্রতিবেশী দেশকে।' (আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে টলেট করার ঘটনায় তোপ মহুয়ার, 'পরের বার...', পরামর্শ কুণালকে)