গত ২৪ ঘণ্টায় ২৮,৬০০ এরও বেশি আক্রান্ত এবং ৫৫১টি মৃত্যুর জেরে রবিবার ভারতে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৮.৪৯ লাখ ছাড়িয়ে গেল। এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।শনিবার দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে বিশেষ বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে তিনি জানান, অতিমারীর মোকাবিলায় লড়াইয়ে কোনও রকম ঢিলেমির স্থান নেই। পাশাপাশি, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় ও দিল্লি প্রশাসনের প্রশংসা করেন নমো। বৈঠকের পরে নিজের টুইট হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘যে সমস্ত জায়গায় সংক্রমণের হার বাড়ছে, সেখানে কড়া নজরদারি এবং কন্টেনমেন্ট সংক্রান্ত প্রক্রিয়ায় এখন অগ্রাধিকার পাবে।’স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, শনি ও রবিবারের মধ্যে মোট ২৮.৬৩৭ নতুন কোভিড রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। দেশে মোট আক্রান্ত এই মুহূর্তে ৮,৪৯,৫৫৩। তবে সুস্থ হয়ে ওঠা করোনা রোগী আপাতত ৫,৩৪,৬২০ জন, মোট অ্যাক্টিভ রোগীর অনুপাতে যার হার ৬২.৯২%। গত ২৪ ঘণ্টায় মোট ১৯,২৩৫ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আক্রান্তের সংখ্যার নিরিখে দেশে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, তামিল নাডু, দিল্লি, কর্নাটক ও উত্তর প্রদেশ। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২,৪৬,৬০০ ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যে ১০,১১৬ জন মারা গিয়েছেন। শনিবার একদিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড গড়ে এই রাজ্যে নতুন ৮,১৩৯ জন করোনা রোগীর খোঁজ মিলেছে। মহারাষ্ট্রের রাজভবনের ১৬ জন কর্মী কোভিড পজিটিভ ধরা পড়ার পরে নিজেকে বিচ্ছিন্ন রেখেছেন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। প্রয়োজনে আগামী দিনে তাঁর করোনা পরীক্ষা হবে বলে জানিয়েছেন বৃহন্মুম্বই পুর নিগমের আধিকারিকরা।