ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১২ লাখের কাছাকাছি পৌঁছে গেল। একইসঙ্গে সুস্থ রোগীর সংখ্যা ৭.৫ লাখের গণ্ডি ছাড়াল।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৯২,৯১৫। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩৭,৭২৪ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। যা মঙ্গলবারের তুলনায় ৬০০-র মতো বেশি হলেও সোমবারের রেকর্ড আক্রান্তের থেকে প্রায় ৪,০০০ কম। যদিও জুলাইয়ে আপাতত আক্রান্তের সংখ্যা ছ'লাখ ছাড়িয়ে গিয়েছে (৬০৭,৪২২)। অর্থাৎ ভারতে ৫০ শতাংশের বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে জুলাইয়ের প্রথম ২২ দিনেই। তবে মঙ্গলবার কেন্দ্র জানিয়েছে, মোট আক্রান্তের সংখ্যা বেশি হলেও গুরুত্বপূর্ণ হচ্ছে সক্রিয় আক্রান্তের সংখ্যা। বুধবার সকালে যে সংখ্যাটা দাঁড়িয়েছে ৪১১,১৩৩। পাশাপাশি কেন্দ্রের দাবি, ১০ লাখ জনসংখ্যাপিছু ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ৮৩৭। যা বিশ্বের মধ্যে অন্যতম কম। আমেরিকা, ব্রিটেন, ইরান, রাশিয়ার মতো দেশেও সেই সংখ্যাটা অনেক বেশি।মৃত্যুর ক্ষেত্রেও একই দাবি করেছে কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, প্রতি ১০ লাখ জনসংখ্যায় ভারতে মৃতের সংখ্যা বিশ্বে অন্যতম কম। ভারতের (২০.৪) তুলনায় আমেরিকা, ব্রিটেনের মতো দেশে মৃতের সংখ্যা ঢের বেশি এবং বিশ্বের গড়ের (৭৭) তুলনায় ভারত অনেক ভালো জায়গায় আছে বলে দাবি করা হয়েছে। আপাতত ভারতে করোনায় মৃত্যুর হার ২.৪৩ শতাংশ। তারইমধ্যে মঙ্গলবারের তুলনায় বুধবার দৈনিক মৃতের সংখ্যা কিছুটা বেড়ে হয়েছে ৬৪৮। সবমিলিয়ে ভারতে ২৮,৭৩২ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে সুস্থতার নিরিখেও পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৮,৪৭২ জনের করোনা মুক্তি হওয়ায় সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫৩,০৪৯। সুস্থতার হার ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩.১২ শতাংশ।