ভারতেই তৈরি হবে বিশ্বের প্রথম করোনার DNA ভ্যাকসিন। বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভ্য।কোভিড-১৯ এর ডিএনএ ভ্যাকসিনটি আহমেদাবাদের ফার্মা সংস্থা জাইডাস ক্যাডিলা ডেভেলপ করছে। নাম জাইকোভ-ডি (ZyCoV-D)। ভারত বায়োটেকের কোভাক্সিনের মতোই জাইকোভি-ডি সম্পূর্ণ ভারতে প্রস্তুত।এর আগে জুলাই মাসে এই ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন চায় সংস্থা। জাইকোভ-ডি-র ফেজ 3-এর ট্রায়ালের প্রাথমিক ফলাফল অনুযায়ী এটির কার্যকারিতা ৬৬.৬ শতাংশ।ভারতে প্রায় ৫০ টি স্থানে ২৮ হাজার স্বেচ্ছাসেবকের উপর এই ট্রায়াল হয়। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ডিএনএ ভ্যাকসিনটি শীঘ্রই সরকারের সবুজ সংকেত পেতে পারে। সেক্ষেত্রে ২০২১ সালের আগস্টের মধ্যেই বাজারে আসতে পারে।ZyCoV-D প্রথম ডিএনএ ভ্যাকসিন যা কোভিড -১৯-এর বিরুদ্ধে কার্যকর। নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুসারে, ক্লিনিকাল ট্রায়াল চলাকালীন কোনও স্বেচ্ছাসেবীর মধ্যে গুরুতর অসুস্থতা বা প্রাণহানির রেকর্ড নেই।জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি একটি জেনেটিক বা নিউক্লিক অ্যাসিড ভ্যাকসিন। একে তৃতীয় প্রজন্মের ভ্যাকসিনও বলা হয়। ডিএনএ-ভিত্তিক ভ্যাকসিনে বিশেষভাবে ইঞ্জিনিয়ার্ড DNA ব্যবহার করে শরীরে ভাইরাস, ব্যাকটিরিয়া এবং পরজীবীর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জাগিয়ে তোলা হয়।