আমেরিকার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল ভারত। পাশাপাশি, পাকিস্তানের দিক থেকে সীমান্ত সন্ত্রাসের যে আশঙ্কা রয়েছে, তা নিয়েও দু'দেশের ‘টু প্লাস টু’ বৈঠকে একপ্রস্থ আলোচনা হয়।ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি অ্যানেক্সের (আইএসএ) ফলে প্রতিরক্ষা সামগ্রী তৈরির জন্য ভারতের বিভিন্ন বেসরকারি সংস্থাগুলির সঙ্গে চুক্তি করতে পারবে মার্কিন নির্মাতা সংস্থাগুলি। ফলে যৌথভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সামগ্রী বানাতে পারবে ভারতীয় সংস্থাগুলি।বিদেশ এবং প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর বিদেশমন্ত্রী এস জয়শংকর জানান, 'স্বাধীন, মুক্ত ও সমৃদ্ধশালী' ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও (দক্ষিণ-পূর্ব এশিয়ায়) সীমান্ত সন্ত্রাস নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত সন্ত্রাস নিয়ে আলোচনায় তিনি সন্তুষ্ট বলেও জানান বিদেশমন্ত্রী।পাশাপাশি, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) মতো আন্তর্জাতিক সংস্থায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিষয়েও দু'দেশ অঙ্গীকারবদ্ধ হয়েছে বলে জানান জয়শংকর। তাতে পাকিস্তানের নাম উল্লেখ করা না হলেও সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদকে কোণঠাসা করতেই দুই দেশের এই উদ্যোগ বলে মত কূটনৈতিক মহলের। তবে ভারত যে সীমান্ত সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে, কোনও রাখঢাক না করে তার উৎস হিসেবে পাকিস্তানের নাম করেন মার্কিন বিদেশ মন্ত্রকের সচিব মাইক পম্পেও। যা স্বস্তি বাড়িয়েছে নয়াদিল্লির।