গোপন সামরিক তথ্য ফাঁস রুখতে হোয়াটসঅ্যাপ-এর আদলে ‘সিকিওর অ্যাপ্লিকেশন ফর ইন্টারনেট’ (SAI) নামে একটি অভ্যন্তরীণ অ্যাপ তৈরি করল ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার এক সেনাকর্তা জানিয়েছেন, ‘সহজ ও নিরাপদ অ্যাপ্লিকেশন SAI এন্ড-টু-এন্ড ভয়েস, টেক্সট ও ভিডিয়ো কলিং মেসেজের নিরাপত্তা সুরক্ষিত করে। সমগ্র সেনাবাহিনীতে তথ্য সুরক্ষার স্বার্থে এই অ্যাপ ব্যবহার করা হবে।’SAI অ্যাপ্লিকেশনটি প্রথম তৈরি করেন রাজস্থান সিগন্যাল ইউনিটের কর্নেল সাই শংকর,পরেতা আপগ্রেড করে সামরিক স্তরের উপযুক্ত করা হয়। তাঁর অসামান্য অবনতির জন্যকর্নেল শংকরের প্রশংসা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। SAI তৈরি হয়েছে অনেকটা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সংবাদ ও জিআইএমএস-এর মতো চালু অ্যাপগুলির আদলে। স্থানীয় ইন-হাউজ সার্ভার ও কোডিং ভিত্তিক নিরাপত্তা ফিচার্স বিশিষ্ট এই অ্যাপ সেনাবাহিনীর প্রোজন অনুযায়ী রূপান্তর করা যায়।ভারত সরকারের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম CERT এবং আর্মি সাইবার গ্রুপ এই অ্যাপ অনুমোদন করেছে।