খলিস্তান ইস্যুতে ভারত ও কানাডার সম্পর্ত বিগত দিনে এতটাই খারাপ হয়েছে যে হাইকমিশনারকে ফিরিয়ে এনেছে দিল্লি। এর আগে খলিস্তানি জঙ্গি খুনের ঘটনায় এই হাইকমিশনার সঞ্জয় বর্মাকেই জেরা করতে চেয়েছিল কানাডা। সেই সঞ্জয় বর্মা এবার কানাডাকে কড়া ভাষায় আক্রমণ শানালেন খলিস্তান ইস্যুতে। এএনআই-এর একটি পডকাস্টে সঞ্জয় বর্মা কানাডার জাস্টিন ট্রুডো সরকারকে তোপ দেগে বলেন, 'খলিস্তানপন্থীরা তো নিজেদের জন্যে আলাদা দেশ চায়। কানাডা যদি তাদের প্রতি এতই সদয় হয়, তাহলে তাদের একটা জায়গা দিয়ে দিক এবং সেটাকে খলিস্তান বলে ডাকা হোক।' (আরও পড়ুন: নিজের দলই চাইছে ট্রুডোর পদত্যাগ! তলানিতে কানাডার ꧙PM-এর জনসমর্থন, দাবি সমীক্ষায়)
আরও পড়ুন: কবের মধ্যে লাদা𓆉খের ডেপস্যাং ও ডেমচক থেকে ভারত-চিনের সেনা প্রত্যাহার সম্পন্ন হবে?
আরও পড়ুন: নিজ্জরের ডেথ সার্টিফিকেট নিয়েও 'লুকোচুরি', কানাডার কীর্তি ফাঁস ভারত🌺ীয় আ♕ধিকারিকের
সঞ্জয় বর্মা বলেন, 'এই কানাডিয়ান নাগরিকরা ভারতীয় সার্বভৌমত্মকে প্রশ্নের মুখে ফেলছে। এই কট্টরপন্থী এবং খলিস্তনি জঙ্গিরা যতক্ষণ কানাডা নিয়ে কথা বলবে, ততক্ষণ সেটা কানাডার বিষয় এবং আমার তাতে কোনও সমস্যা নেই। তবে যখনই তারা ভারত ভাগ করার কথা বলবে, সেটা আমার জন্য সমস্যার। তখন আমি কানাডার সরকারকে তো বলব এই ইস্যুর সমাধান সূত্র বের করতে। কানাডা এত বড় একটা দেশ। তাহলে সেখানেই একটা খলিস্তান করে দিক ওদের। যদি খলিস্তান তৈরি কতে হয়, তাহলে সেটা কানাডায় তৈরি করতে হবে, ভারতে নয়।' (আরও পড়ুন: টাটার উ🎀ইলে নাম আছে 'বন্ধু' শান্তনুরও, তাঁকে ജকী দিয়ে গেলেন রতন?)
আরও পড়ুন: এবার বাংলাতেও ডিএ বৃদ্ধির তোড়জোড়, 🐠কত বাড়তে পারে মহার্ঘ ভাতা?
আরও পড়ুন: এক মাসেই ৬ হাজার পয়েন্ট পতন সেনসেক্সে, BSE সূচক কেন নেমেছে ৮০০০০🎀-এর নীচে?
এদিকে সঞ্জয় বর্মা আরও বলেন, 'খলিস্তানিরা এমন একটা পরিবেশ তৈরি করেছে যে কানাডায় বসবাসকারী সব শিখদের কথা তুলে ধরছে তারা। তবে এটা সত্যি নয়। ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ানদের ৯৮ শতাংশই সেখানে শান্তিতে বসবাস করতে চান এবং তাঁরা কানাডিয়ান অর্থনীতিতে বড় অবদান রাখেন। আর বাকিরা খুব আওয়াজ করে। আমরা এটা দেখে থাকি, যে বাচ্চারা জোরে জোরে আওয়াজ করে কাঁদে, তাদের আগে খাওয়ানো হয়। এভাবেই এই ১০ হাজার খলিস্তানপন্থী কট্টরপন্থীরা এমন এক ধারণা তৈরি করেছে যে কানাডার গোটা শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে তারা।' (আরও পড়ুন: চলেছে ছাঁটাই, এরই মাঝে ৬৩% বেতন বৃদ্ধি মাইক্রোসফট প্রধান সত্য নাদেলℱার!)
আরও পড়ুন: সুপ্🌱রিম কোর্টে ডিএ মামলার বিস্তারিত শুনানি কি জানুয়ারিতেও হবে? উঠছে 😼প্রশ্ন
সঞ্জয় বর্মা অভিযোগ করেন, এই সব খলিস্তানিরা রাজনীতি এবং আমলাতন্ত্রে ঢুকে পড়েছেন। এই ন♊িয়ে তিনি বলেন, ' তারা কানাডার নাগরিক। চাইলেই ত𝄹ারা সরকারি চাকরিতে ঢুকতে পারে। তবে তাও বলছি কৌশলে সংসদে খলিস্তানিদের প্রতিনিধি করে পাঠাচ্ছে। আমলা স্তরে এই সব খলিস্তানিদের যোগদান করাচ্ছে। সেখান থেকে এই ধারণা আরও বদ্ধমূল হচ্ছে যে এই খলিস্তানিরাই শিখ সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে।'