রবিবার দেশের দৈনিক সংক্রমণ আরও কমল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন। এর জেরে দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯-তে। এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২,৬৭৭ জন।এদিকে গতকালকের তুলনায় সংক্রমণ এদিন ৬ হাজার কমেছে। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও কমেছে ৭০০। এদিকে ২৪ ঘণ্টায় ২০ লক্ষ ৩৬ হাজার ৩১১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর আগে শুক্রবার এই সংখ্যাটা কিছুটা বেশি ছিল। শুক্রবার দেশএ মোট ২০ লক্ষ ৮৪ হাজার ৪২১ জনের নমুনা পরীক্ষা হয়।এদিকে বর্তমানে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৪ লক্ষ ৭৭ হাজার ৭৯৯। পজিটিভিটির হার কমেছে ৫.৪২ শতাংশ। এদিকে সুস্থতার হার বেড়ে ৯৩.৩৮ শতাংশ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮৯ হাজার ২৩২ জন। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৭০ লক্ষ মানুষ কোভিড মুক্ত হয়েছেন দেশে।এদিকে একমাসের ব্যবধানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৭ লক্ষ থেকে নেমে ১৫ লক্ষ হয়েছে। গত ৮ মে দেশে অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ৩৭ লক্ষে গিয়ে ঠেকেছিল। তবে মে মাসের মাঝামাঝি সময় থেকে করোনা সংক্রমণ কমতে থাকে ধীরে ধীরে।