আবার বিপদের ঘনঘটা। চলতি সপ্তাহেই ভয়াবহ ঘূর্ণ👍িঝড় আছড়ে পড়তে পারে গুজরাটের পশ্চিম অংশে ও পাকিস্তানের দক্ষিণ অংশে। আবহাওয়া দফতর সূত্রে তেমনটাই খবর। এই সাইক্লোনের নাম দেওয়া হয়েছে বিপর্যয়। আক্ষরিক অর্থেই ভয়াবহ বিপর্যয়। খবর রয়টার্স সূতܫ্রে।
আবহাওয়ার দফতরের সতর্কতা অনুসারে ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১২৫-১৩৫ কিমি প্রতি ঘণ꧑্টা। সেই ঝড় গতি বাড়িয়ে সর্বোচ্চ ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে ধেয়ে আসতে পারে। বৃহস্পতিবার গুজরাটের মান্দবি ও পাকিস্তানের রাজধানী করাচির মাঝামাঝি এই ঝড়✨ের ল্যান্ডফল হতে পারে। তবে ইতিমধ্যেই মুম্বই উপকূলে এই ঝড় আগাম তাণ্ডব শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি কতটা হতে পারে ভারতে সেটাই এখন চিন্তার।
এবার দেখে নেওয়া যাক অতীতে যে বিধ্বংসী ঝড় ✅একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছ🌟িল দেশের বিভিন্ন প্রান্তকে তারই একঝলক।
২০২১ সালের মে মাসে গুজরাটে ঝড়ের তাণ্ডব-
সেই সময়ের ঝড়ে অন্তত শতাধিক লোকজনের মৃত্যু হয়েছিল। বেশিরভাগই গুজরাটের বাসিন্দা। সেবার প্রায় ২১০ কিমি বেগে ধেয়ে এসেছিল ঝড়। মারাত্মক তাণ্ডব চলেছিল গুজরাটের বিভিন্ন প্রান্ত𝔉ে।
২০১৯ সালের মে মাসে ওড়িশায় ভয়াবহ ঝড়-
ঘূর্ণিঝড় ফণি আছড়ে পড়েছিল ওড়িশায়। ওড়িশার পূর্বে অংশে এই ঝড় আছড়ে পড়েছিল। সেই সময় ঝড়ে প্রায় ১০০ꦺ জনের মৃত্যু হয়েছিল।
১৯৯৯ সালের অক্টোবর মাসে ওড়িশায় বিধ্বংসী ঝড়-
পারাদ্বীপের কাছে সেবার ওড়িশা উপকূলের উপর দিয়ে বয়ে গিয়েছিল ঝড়। ঝড়ের গতিবেগ ছিল প্রায় ২৬০ কিমি প্রতি ঘণ্টা। সেই ঝড়েꦅর তাণ্ডবে প্রচুর মানুষের প্রাণ গিয়েছিল। 🃏;
গুজরাটে ১৯৯৮ সালের জুন মাসে ভয়াবহ ঝড়-
সেই বছর গুজরাটে ভয়াবহ ঝড় হয়েছিল। পোরবন্দরের কাছে গুজরাট উপকূলের কাছে এসেছিল ঝড়। প্রায় ১৬৭ কিমি বেগে ঝড়। তার তাণ্ডবে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ওড়িশা। অন্তত ১১৭৩ জন বাসি🍨ন্দার মৃত্যু হয়েছিল সেবার। আর ফের ঝড় আসছে গুজরাটে। আতঙ্কের প্রহর গুণছেন অনেকেই।
এদিকে বিপর্যয় কতটা ক্ষতি করতে পারে, কত বড় ক্ষতির꧃ হাত থেকে এবার রক্ষা পেতে পা🦂রে ভারত তা নিয়েও চর্চা চলছে পুরোদমে।