লোকসভা ভোটের প্রচারে দেশের অর্থনৈতিক অবস্থা ও কর্মসংস্থ▨ানের সুযোগ নিয়ে মোদী সরকারকে বার বার আক্রমণ করছে বিরোধীরা তখন সর্বকালের সর্বোচ্চ সীমায় পৌঁছল ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। ২৯ মার্চ শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২.৯৫১ বিলিয়ন ডলার বেড়ে হয়েছে ৬৪৫.৫৮৩ বিলিয়ন ডলার। যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। গত ৫ সপ্তাহ ধরে লাগাতার দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার বেড়ে চলেছে। রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর 💛শশীকান্ত দাস জানিয়েছেন, ‘প্রতিকূল আর্থিক পরিবেশে খরচ করার জন্য এখন বৈদেশিক মুদ্রার ভাণ্ডার শক্তিশালী করা দরকারি।’
আরও পড়ুন: আগে প্রত💎িশ্রুতি দিয়েও পালন কর✅েনি, কংগ্রেসের ইস্তাহার 'মিথ্যার বান্ডিল', বলছে BJP
লাফিয়ে বাড়ল বৈদেশিক মুদ্রার ভাণ্ডার
যে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার যত বড় হয় তার অর্থনৈতিক স♚্থিরতা তত বেশি বলে মনে করা হয়ে থাকে। আন্তর্জাতিক স্তরের অর্থনৈতিক ওঠা - পড়ার প্রভাব সেই দেশের ওপর তত কম পড়ে। RBI এর তথ্য বলছে এর আগে ৫ সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বেড়েছে ২৬.৫ বিলিয়ন ডলার। গত সপ্তাহের আগের সপ্তাহে এই♉ বৃদ্ধির পরিমান ছিল ১৪০ মিলিয়ন ডলার।
কী বললেন RBI গভর্নর
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানিয়েছেন, ‘বৈদꦡেশ🐈িক মুদ্রার ভাণ্ডারকে শক্তিশালী করা আমাদের অন্যতম উদ্দেশ। প্রতিকূল আর্থিক পরিবেশে তা আমাদের সহযোগিতা করবে।’
এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। তখন দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে মজুত ছিল ৬৪২.৪৫৩ ❀বিলিয়ন ডলার। তবে তার পর থেকে আন্তর🏅্জাতিক নানা ঘটনায় দেশের অর্থনীতিকে স্থির রাখতে বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ককে।
আরও পড়ুন: ‘মালꦦদা উত্তর–দক্ষিণ লোকসভা কেন্দ্রে জিতবে তৃণমূল’, আত্মবিশ্বাসী সুর অভিষেকের
শুধু বৈদেশিক মুদ্রার ভাণ্ডার নয়, ওই সপ্তাহে দেশের স্বর্ণ ভাণ্ডারও বৃদ্ধি পেয়েছে দেশের স্বর্ণ ভাণ্ডার ৬৭৩ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৫২.১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তলানিতে টাকার দাম
বৈদেশ💙িক মুদ্রার ভাণ্ডার নতুন রেকর্ড গড়লেও ওই সপ্তাহে ডলারের নিরিখে ভারতীয় টাকার দরপতন নতুন নজির গড়েছে। মার্কিন ডলার পি🍃ছু ৮৩.৪৫ টাকায় পৌঁছয় ভারতীয় মুদ্রার দর। তবে পরে তার সামান্য উন্নতি হয়েছে।
বলে রাখি, জ্বালানি তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে ভারতকে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়। যার জেরে প্রভাব পড়ে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে। সেই সমস্যার সমাধানে কোভিড অতিমারি চলাকালীন বেশ কয়েকটি দেশের সঙ্গে ভারতীয় মুদ্রায় লেনদেন শ﷽ুরু করে ভারত। তার মধ্যে রয়েছে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ।