অতিমারি আবহেও ২০২১ সালে গোটা বিশ্বে সামরিক খাতে খরচা বেড়েছে রেকর্ড পরিমাণে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের নথি অনুযায়ী, ২০২১ সালে বিশ্ব সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছায়। গতবছর গোটা বিশ্বে সামরিক খাতে খরচ হয় মোট ২.১ ট্রিলিয়ন মার্কিন ডলার। সামরিক খাত♓ে খরচের শীর্ষ স্থানে আমেরিকা। তারপরই তালিকায় আছে চিন। তালিকায় তৃতীয় স্থানে ভারত। ভারতের পরে তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য এবং রাশিয়া।
উল্লেখ্য, চিনের মতো শক্তিকে মোকাবিলা করতে ভারত প্রতিনিয়ত তার কৌশলগত শক্তি বাড়াতে ব্যস্ত। বর্তমানে চিনের পর ভারতেই সবচেয়ে বেশি সংখ্যক সেনা রয়েছে গোটা বিশ্বে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট অনুসারে, ভারত ২০২১ সালে সামরিক খাতে ৭৬.৬ বিলিয়ন ডলার ব্যয় করেছে। এক বছরের আগের তুলন🌄ায় ২০২১ সালে ০.৯ শতাংশ বেশি ব্যয💮় করেছে ভারত। ২০১২ সালের তুলনায় ২০২১ সালে ভারত ৩৩ শতাংশ বেশি খরচ করেছে সামরিক খাতে।
আরও পড়ুন: চাঁদে পারমাণবিক পরীক্ষা চালাতে চেয়েছিল আ𝐆ম﷽েরিকা! প্রকাশ্যে এল গোপন নথি
সামরিক খাতে ব্যয়ের দিক থেকে আমেরিকা ও চিন এখনও প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। মার༺্কিন যুক্তরাষ্ট্র ২০২১ সালে সামরিক খাতে ৮০১ বিলিয়ন ডলার ব্যয় করেছে, যা ২০২০ সালের তুলনায় ১.৪ শতাংশ কম। একই সময়ে, চিন গতবছর ২৯৩ বিলিয়ন ডলার ব্যয় করেছে সামরিক খাতে, যা ২০২০ সালের তুলনায় ৪.৭ শতাংশ বেশি। এসআইপিআরআই অনুসারে, ২০২১ সালে সামরিক খাতে মোট ব্যয়ের ৬২ শতাং𝓰শ করেছে তালিকার প্রথম পাঁচে থাকা দেশগুলি। ভারতের নিচে থাকা যুক্তরাজ্য ২০২১ সালে সামরিক খাতে খরচ ৩ শতাংশ বাড়িয়েছে। অপরদিকে রাশিয়াও তাদের খরচ বাড়িয়েছে ২.৯ শতাংশ।