আন্তর্জাতিক বাাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এই আবহে ভারতের রফতানি করা পেট্রোলিয়াম পণ্যেরও দাম কমেছে বিগত কয়েক মাসে। রিপোর্ট অনুযায়ী, এর আগে ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ছয় মাসে যেখানে ভারতের রফতানি করা জ্বালানি তেলের গড় দাম প্রতি টনে ৭৯২ ডলার ছিল, সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে তা কমে ৩১২.৫০ ডলার হয়ে গিয়েছে। যদিও চলতি অর্থবর্ষের প্রথম দুই ত্রৈমাসিকে ভারত থেকে তেল রফতানির পরিমাণ গতবছরের তুলনাতেও বেড়েছে। (আরও পড়ুন: ডিএ নিয়ে বাংলা🌞র সরকারি কর্মীদের বড় বার্ত দিতে উদ্যোগী হতে পারেন 🍨মমতা! রইল আপডেট)
আরও পড়ুন: মার্ক♏িন আদালতের পর এবার ভারতে🌟র সুপ্রিম কোর্টে নতুন করে মামলা আদানির বিরুদ্ধে
রিপোর্ট অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ভারতের রফতানি করা পরিশোধিত জ্বালানি তেলের গড় মূল্য কমে যাওয়ায় ভারতের সার্বিক রফতানি পরিসংখ্যানে প্রভাব পড়েছে। সেই আধিকারꦅিক বলেন, 'এমন নয় যে তেলের চাহিদা কমে গিয়েছে বলে দাম কমেছে। ভারতের থেকে পরিশোধিত জ্বালানি তেলের রফতানির পরিমাণ তো আগের থেকে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।'
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে ভারত থেকে তেল রফতানি করা হয়েছিল ৪১.৭ বিলিয়ন ডলারের। আর ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে রফতানি হওয়া তেলের পরিমাণ বাড়লেও প🅠কেটে ঢুকেছে কম টাকা। সরকারি পরিসংখ্যান বলেছে, এই ছয় মাসে ভরাতের পকেটে তেল রফতানি করে ঢুকেছে মাত্র ৩৬.৪ বিলিয়ন ডলার। মানে গতবারের তুলনায় ৫.৩ বিলিয়ন ডলার (১২.৭ শতাংশ) কম। এদিকে পরিমাণের দিক দিয়ে দেখতে গেলে ২০২৩ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে ভারত থেকে ৫২.৭ মিলিয়ন টন তেল রফতানি করা হয়েছিল। আর ২০২৪ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের সময়কালে রফতানি হওয়া তেলের পরিমাণ হল ১১৬.৪ মিলিয়ন টন। অর্থাৎ, গতবারের তুলনায় এই ৬ মাসে ৬৩.৭ মিলিয়ন টন বা ১২১ শতাংশ বেশি তেল রফতানি করেছে ভারত। জানা যাচ্ছে, বিশ্ববাজারেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ তেলের দাম ওঠা-নামার জেরেই এই অবস্থা দেখা দিয়েছে। এদিকে মনে করা হচ্ছে, ট্রাম্প মসনদে বসার পর আমেরিকার ঘরোয়া তেল উৎপাদন বাড়িয়ে দেবেন। এর জেরে বিশ্ববাজের তেলের দাম নিয়ন্ত্রণেই থাকবে। আর তা হলে ভারতের রফতনি হওয়া তেলের দাম বৃদ্ধিরও সম্ভাবনা কম।