মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের মাথাপিছু আয় প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। এমনই প্রমাণ দিচ্ছে পরিসংখ্যান। ২০১৪-১৫ সাল থেকে দ্রুত গতিতে বেড়েছে আয়। বর্তমানে গড়ে একজন ভারতীয়ের বার্ষিক আয় ১.৭২ লক্ষ টাকা। অর্থনীতিবিদদের বিশ্বাস, উপযুক্ত পুনর্বন্টন নীতির মাধ্যমে বছরে ৫%-৬%-এর মধ্যে এই মাথাপিছু আয়ের বৃদ্ধিকে ধরে রাখা যাবে। তবে এখনও দেশে সম্পদের অসম বন্টনের সমস্যা রয়ে গিয়েছে। আর সেটা দূর করাই মোদী সরকারের পক্ষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আরও পড়ুন: Indian Economy: বিশ্বজুড়ে মন্দা হলেও ৬.৯% বাড়ꦇবে ভারতীয় অর্থনীতি: বিশ্ব ব্যাঙ্ক
জাতীয় পরিসংখ্যান অফিসের(NSO) তথ্যানুসারে, মোট জাতীয় আয়ের পরিপ্রেক꧑্ষিতে মাথাপিছু আয়, ২০২২-২৩ সালে ছিল ১,৭২,০০০ টাকা। এটি তার আগের বছরের তুলনায় ১৫.৮% বৃদ্ধি পেয়েছে। ২০১৪-১৫ সালে কত ছিল জানেন? মোদী জমানা শুরুর সময়ে মাথাপিছু আয় ছিল মাত্র ৮৬,৬৪৭ টাকা করে।
বর্তমান মূল্যে ২০২০-২১ এবং ২০২১-২২ সালে মাথাপিছু আয় ছিল যথাক্রমে ১,✨২৭,০৬৫ এবং ১,৪৮,৫২৪ টাকা। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, দেশে মাথাপিছু আয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়🥃েছে।
পক্ষে যুক্তি
অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান NIPFP-এর প্রাক্তন ডিরেক্টর পিনাকী চক্রবর্তী পিটিআই-কে বলেন, 'আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত ভারতের মাথাপিছু আয়ের গড় বৃদ্ধি ছিল বার্ষিক ৫.৬% করে। এটি বেশ তাৎপর্যপূর্ণ। স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নতির ফলাফলই এই পরিসংখ্যান। কোভিডের সময়টায় যদিও আমাদের উপর 🐠কঠিন প্রভাব পড়েছে। তবে, দ্রুত কোভিডের পরে অর্থনৈতিক পুনরুদ্ধার করতে পেরেছি।'
বিপক্ষে মত
অর্থনীতিবিদ জয়তী ঘোষ অবশ্য পুরোটাই এত সহজভাবে নিতে নারাজ। তিনি বলেন, 'আপনি বর্তমান দামে জিডিপিটা দেখছেন। কিন্তু মূল্যবৃদ্ধির হিসাব করলে মাথাপিছু আয়ের বৃদ্ধি অনেকটাই কম। JNU-এর অধ্যাপিকার মতে, এই টাকার বেশিরভাগটাই মোট জনসংখ্যার মাত্র শীর্ষ ১০%-এর কাছে জড়ো হয়েছে। বাস্তবে গড়ে বেতন/মজুরি কমছে। তাঁর মতে মাথাপিছু আয়ের বন্টনটি নিয়ে পর্যালোচনার অবকাশ রয়েছে। আরও পড়ুন: ডিসেম্বর ত্রৈমাসিকে ভারতে ক✱মল আর্থিক বৃদ্ধির হার, চলতি অর্থবর্ষে হতে পারে ৭%
কেন্দ্🌳রের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকের বৃদ্ধির হার কমে ৪.৪%-এই নেমে এসেছে। উল্লেখযোগ্য বিষয় হল, জুলাই-সেপ্টেম্বরের GDP বৃদ্ধির হার ছিল ৬.৩% । ফলে অনেকটাই হ্রাস পেয়েছে। এই 🎉হিসাব গত বছরের একই ত্রৈমাসিকের সঙ্গে তুলনার ভিত্তিতে করা(YoY)।
বিঃ দ্রঃ- উপরে দেওয়া মতামত স্বাধীন বিশ্লেষকের, হিন্দুস্তান টাইমস বাংলার নয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক