চলছিল লাইভ সাক্ষাৎকার। ꧂হঠাৎই একটি বিকট আওয়াজ। তারপরই চিৎকার। এই ঘটনা লেবাননের সাংবাদিক ফাদি বাউডিয়াকে ঘিরে। মি♉রায়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের প্রধান এডিটর ফাদি। তাঁর বাড়িতেই আছড়ে পড়ে ইজরায়েলের মিসাইল।
মিসাইল যখন আছড়ে পড়েছে বাড়িতে, সাংবাদিক ফাদি তখন কর্তব্যরত অবস্থায়। চলছিল একটি সাক্ষাৎকার। তাও আবার লাইভ সাক্ষাৎকার। ক্যামেরার সামনে বসা ফাদি একটি কথা বলছিলেন। গোটা বাক্য তখনও শেষও হয়নি। তাঁর বাড়িতে তার মাঝেই আছড়ে পড়ে ইজরায়েলের মিসাইল। তীব্র আওয়াজে তখন সব কিছু চুরমার। সে ঘটনা ভিডিয়োয় দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে শোনা যায় বিস্ফোরণের আওয়াজ। ফাদির কণ্ঠে তীব্র চিৎকার শোনা গিয়েছে ভিডিয়োয়। তবে জানা গিয়েছে, এই ঘটনায় খুব অল্প বিস্তর চ🍸োট আঘাত লেগেছে ফাদির।
উল্লেখ্য, বেশ কিছু রিপোর্টের দাবি, লেবাননের জঙ্গি সংগঠন হিজবোল্লার প্রতি নমনীয় ম𒊎নোভাব রয়েছে ফাদির। সেই জন্যই কি সরাসরি এই লেবানিজ সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়েছে ইজরায়েল? প্রশ্ন থেকে যাচ্ছে। তবে শেষমেশ এই ইজরায়েলের মিসাইল হামলার পরও ফাদি অক্ষত থাকায়, ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি টুইটে লেখেন,'যারা কল করেছেন, টেক্সট করেছেন, খোঁজ নিয়েছেন এবং যাঁরা কোন আবেগ অনুভব করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ।' সাংবাদিক ফাকি লিখছেন,' ঈশ্বরকে ধন্যবাদ, আমি ভাল আছি, ঈশ্বরকে ধন্যবাদ এবং আমাদের উপর তাঁর আশীর্বাদ, এবং আমরা প্রতিরোধের সমর্থনে আমাদের মিডিয়া দায়িত্ব চালিয়ে যাচ্ছি। আমার হৃদয়ের অন্তর থেকে ধন্যবাদ।' ফাদি বাউদিয়ার উপর এই হামলা ইজরায়েল ও হিজবোল্লার মধ্যে সংঘাতের পরিবেশকে আরও বেশি করে বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, গাজা যুদ্ধের সময় থেকেই ইরান সমর্থিক হিজবোল্লা জঙ্গি শিবিরের সঙ্গে সংঘাতে রয়েছে ইজরায়েল। এদিকে,গাজা যুদ্ধের সময় থেকেই ইরান বনাম ইজরায়েলের সংঘাতের আবহ ছিল, যার পারদ গত কয়েক মাসে আরও বেড়েছে। সদ্য হিজবোল্লা সদস্যদের পেজার হামলা, ওয়াকিটকি হামলার ঘটনায় ইজরায়েলকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। যে হামলার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হিজবোল্লা শিবিরে।