লেবাননের রাজধানী সংলগ্ন এলাকায় ইজরায়েলের বিমানহানা। সেই ভয়াবহ হানায় অন্তত ৩৭জনের মৃত্যু হয়েছে বলে খবর। গত এক বছরে এমন বিধ্বংসী বিমান হানা হয়নি বলে দাবি করা হচ্ছে। ইজরায়েলের মিলিটারি নিশ্চিত👍 করেছে যে হিজবুল্লাহ কমান্ডাররা মাটির নীচে একটি জায়গায় জড়ো হয়েছিল। সেই জায়গাটিকেই টার্গেট করা হয়েছিল।൩
যারা মারা গিয়েছে তাদের মধ্য়ে ১৬জন হিজবুল্লা সদস্য, তার মধ্য়ে তাদের সিনিয়র নেতা ইব্রাহিম আকিল, কমান্ডার🌞 আহমেদ ওয়♏াহাবি রয়েছেন।
বেইরুটের শহরতলি এলাক🎶ায় একটি জনবহুল জায়গায় এই বিমান হানা হয়। একটি বহুতলকে নিশানা করা হয়েছিল বলে খবর। লেবাননের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে তিনজন শিশু মারা গিয়েছে। সাতজন মহিলা মারা গিয়েছেন।
এদিকে স্থানীয় একটি নার্সারিও ক্ষতিগ্রস্ত হয়েܫছে। ইজরায়েলি সেনার দাবি, এই বিমান হানা হিজবুল্লাহদের কোমর একেবারে ভেঙে দিয়েছে। ইজরায়েলের যুদ্ধ বিমান একের পর এক লেবাননের উপর হানা দিচ্ছে বলে খবর। অন্যদিকে পালটা হিজবুল্লাহও উত্তর ইজরায়েলের উপর আক্রমণ শানিত করছে।
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাটি রাষ্ট্রসংঘের জেনারেল অ🌌্যাসেম্বলিতে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশজুড়ে এই হিংসার পরিস্থিতিতে তꦕিনি সফর বাতিল করছেন।
লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ ♒শনিবার জানিয়েছে, আগের দিন বেইরুটে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৫ যোদ্ধার মধ্যে দ্বিতীয় সিনিয়র 🔴কমান্ডারও রয়েছেন।
ইরান সমর্থিত গোষ্ꦅঠীটি জানিয়েছে, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের সমর্থনে তাদের অভিজাত রাদোয়ান বাহিনীর সামরিক অভিযানে নেতৃত্ব দেন আহমেদ মাহমুদ ওয়াহবি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার বেইরুটের দক্ষিণ♉ শহরতলিতে তাদের বিমান হামলায় রাদওয়ান বাহিনীর প্রধান ও আরও কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন🍷।
এদিক🅷ে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এই বিমান হানা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে এখনও যুদ্ধবিরতির অবকাশ রয়েছে।
এ☂দিকে হিজবুল্লা তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের দাবি গাজাতে ইজরায়েল যুদ্ধবিরতি না করা পর্যন্ত এটা চলবে।