‘কোনও সংস্কৃতি, ধর্ম বা ভাষাকে অবমাননা করা ভারতের সংস্কৃতি নয়।’ গতকাল বিজয়ওয়াড়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই বার্তা দিলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। একইসঙ্গে ‘কিছু স্বার্থান্বেষী শক্তি বিভাজন নীতির মাধ্যমে দেশের শান্তি ও অখণ্ডতাকে নষ্ট করতে চাইছে’ বলেও তিনি সর্তক করেন। এপ্রসঙ্গে তিনি ভারতকে দুর্বল করার প্রচেষ্টাকে বার্থ করার জন্য এবং ঐক্যবদ্ধভাবে জাতির স্বার্থ রক্ষার জন্য প্রত্যেক নাগরিককে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিཧয়েছেন।
উপরাষ্ট্রপতি বলেন, ‘ভারতের সভ্যতা সমস্ত সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং সহনশীলতা শেখায়। বিক্ষিপ্ত ঘটনাগুলি ভারতের ধর্মনিরপেক্ষ নীতিকে ক্ষুণ্ন করতে পারে না।’ এর পাশাপাশি, আন্তর্জাতিক মঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টার নিন্দা করে নাইডু বলেন, ‘ভারতের সংসদীয় গণতনಌ্ত্র এবং বহুত্ববাদী মূল্যবোধ বিশ্বের বিভিন্ন দেশের কাছে একটি মডেল।’
গতকাল বিজয়ওয়াড়ায় স্বাধীনতা সংগ্রামী এবং সাংবাদিক দামরাজু পুন্ডারিকাক্ষুডুর জীবনযাত্রার উপর একটি বই প্রকাশ করতে গিয়ে উপরাষ্ট্রপতি আরও বলেন, ‘আজাদি কা অমৃত মহোৎসব আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের নেতা এবং মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগের কথা মনে করিয়ে দেয়।’ এর পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের আত্মহত্যাগের প্রতি শ্রদ্ধা, নিরক্ষতা, সামাজিক বৈষম্য এবং মহিলাদের উপর অত্যাচার বন্ধ করার জন্য তিনি দেশের যুবকদের আহ্বান জানান। এ প্রসঙ্গে বলতে গিয়ে স্বাধীনতা সংগ্রামের 🔥সময় বহু নেতার আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেন উপরাষ্ট্রপতি। তিনি মনে করেন, শহরে এবং গ্রামাঞ্চলের মধ্যে বিভাজন লিঙ্গের মধ্যে বিভাজন🅺, সামাজিক ক্ষেত্রে বিভাজন দেশকে দুর্বল করে দেয়। তাই সেই সমস্ত ꦅবিভাজনকে দূরে সরে রাখতে হবে বলে তিনি জানান।