দেশের সমস্ত তথ্য প্রযুক্তি কর্মীকে আগামী ৩১ জুলাই পর্যন্ত 𝕴বাড়ি থেকে কাজ করার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় ত🐷থ্য প্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদ।
মঙ্গলবার তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউন আরোপ করার ফলে পরিবহণ ব্যবস্থা অপ্রতুল থাকবে এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। এই পরিস্থিতিতে তথ্য প্রযুক্তি সংস্থা এবং সংলগ্ন সংস্থাগুল🌟িতে কর্মরতদের অফিসে হাজিরা আপাতত বন্ধ রাখা নিরাপদ বলে জানান মন্ত্রী।
গত ১৩ মার্চ তথ্য প্রযুক্তি কর্মীদের বাধ্যতামূলক পিপিভিপিএন ব্যবহার ছাড়াই বাড়ি থেকে কাজ করার জন্য নিয়ম শিথিল করে কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রক। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই নিয়ম চালু রাখা হয়। নতুন নির্দেশিকা অনুযায়꧋ী, সেই নিয়ম আগামী মে মাসের শেষ পর্যন্ত বলবৎ থাকবে।
আরও পড়ুন: কেন্দ্ꦬরীয় সরকারি কর্মীদের মোব🐭াইল ফোনে ‘আরোগ্য সেতু’ অ্যাপ ডাউনলোড আবশ্যিক
নতুন নিয়মের আওতায় পড়ছে আন্তর্জাতি❀ক কল সেন্টার, বিজনেস প্রসেস আউটসোর্সিং অ্যান্ড নলেজ প্রসেস আউটসোর্সিং সেন্টার, ই-লার্নিং সাইট, বিলিং সেন্টার এবং মেডিক্যাল ট্র্যান্সক্রিপশন সংস্থাগুলি।
কর্মীদের সুবিধার্থে তাঁদের বাড়ি থেক𒐪ে কাজ করার জন্য সংস্থার বাধ্যতামূলক এক কোটি টাকা জমা রাখার নিয়মও তুলে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শুধুমাত্র বাড়ি থেকে কর্মরত কর্মীর নাম ও ঠিকানা টেলিযোগাযোগ মন্ত্রককে জানাতে হবে। বিষয়টি স্থানী প্রক্রিয়া হি♔সেবে চালু করা হতে পারে বলে মনে করছেন মন্ত্রকের আধিকারিকরা।