পাঁচ বছর ধরে একসঙ্গে পথ চলা। তবে এবার থামল সেই যাত্রা। Paytm ই-কমার্স প্রাইভেট লিমিটেডের হাত ছাড়ল জ্যাক মা-র আলিবাবা এবং অ্যান্ট ফিনান্সিয়ালস। ভারতের ই-কমার্স বাজারে এটাই বৃহত্তম বিনিয়োগ ছিল সংস্থার। পেটিএম 🎃মলের জন্য টাকা ঢেলেছিল আলিবাবা।
Paytm ই-কমার্স আলিবাবা (২৮.৩৪%)ꦉ এবং অ্যান্টফিন (নেদারল্যান্ডস) হোল্ডিং (১৪.৯৮%), মোট ৪৩.৩২%ꦉ, শেয়ার কিনে নিয়েছে। বিনিময়ে ৪২ কোটি টাকা দিয়েছে। কোম্পানির ফাইলিংয়ে এর উল্লেখ করা হয়েছে।
কিন্তু তাহলে ভ্যালুয়েশনের কী হল!
হয় তো ভাবছেন, পেটিএম-এর মতো সংস্থার ৪০%-এরও বেশি মাত্র ৪২ কোটি টাকায়? সত্যিই তাই। এর ফলে কোম্পানির ভ্যালুয়েশন দাঁড়ায় মাত্র ১০০ কোটি টাকা। এদিকে কাগজে-কলমে পেটিএম-এর ভ্যালুয়েশন ৩ বিলিয়ন মার্কিন ডলার। বিজয় শেখর শর্মার সংস্থা শেষবার ২০২০ সালে ফান্ড র💖েইজ করেছিল। সেই সময়ে🌊 এমনই দাম দাঁড়িয়েছিল সংস্থার।
পেটিএম মল, চিনে আলিবাবার টি-মল থেকে অনুপ্রাণিত। ২০১৭ সালে আলিবাবার থেকে প্রথম ফান্ড রেইজ করে পেটিএম। প্রথমেই ২০০ মিলিয়ন ডলার রেইজ করে। এছাড়াও অ্যান্ট ফিনান্সিয়াল, স♌ফ্টব্যাঙ্ক, এলিভেশন ক্যাপিটাল থেকে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি সংগ্রহ করে💦। ফলে শুরুতেই ১ বিলিয়ন ডলারের অবিশ্বাস্য মূলধন নিয়ে মাঠে নামে সংস্থা।