প্রায় ১ দশক পর ফের বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। আজ সেখানকার বিধনসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব। আজ সেখানকার ২৬টি আসনে ভোটগ্রহণ হবে। উল্লেখ্য, মোট তিন দফায় জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে প্রথম দফার ভোট হয়েছিল গত ১৮ সেপ্টেম্বর। ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম বিধানসভা ভোট হচ্ছে সেখানে। এর আগে ২০১৪ সালে যখন জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন সেটি পূর্ণ রাজ্য ছিল। তবে এখন এটি কেন্দ্রশাসিত অঞ্চল। (আরও পড়ুন: রাজ্য আগেই জানত DVC-র জল ছাড়ার কথা, নবান্নের🙈 মেমো সামনে আসতেই 🦹'বিস্ফোরণ')
আরও পড়ুন: কৃষি বিল ফেরানোর দাবি তুলে বিপাকে ক𒊎ঙ্গনা,'এক্তিয়ার নেই…', বলল BJP,মাথানত সাংসদের
আরও পড়ুন: 'ভিডিয়ো দেখে মনে হচ্ছে...', আরজি কর🥃 কাণ্ডে এবার ময়নাতদন্ত নিয়ে প্রশ্নের বন্যা
আজ দ্বিতীয় দফায় যে ২৬টি আসনের ভোট হচ্ছে, তার মধ্যে জম্মুর তিনটি এবং কাশ্মীরের তিনটি জেলায় ভোটগ্রহণ। মধ্য কাশ্মীরের বদগাম, গান্ডেরবাল এবং শ্রীনগর এবং জম্মুর রইসি, রাজৌরি এবং পুঞ্চে আজ ভোটগ্রহণ চলছে। আজ কাশ্মীরের ১৫টি আসনে ভোট এবং জম্মুর ১১টি জেলায় নির্বাচন হচ্ছে। দ্বিতীয় দফায় ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের ভাগ্য নির্ধারণ করবেন ২৫ লাখ ৭৮ হাজর ভোটার। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে মোট ৯০টি আসনে ভোট হওয়ার কথা। এর মধ্যে ২৪টি আসনে ইতিমধ্যেই ভোট হয় প্রথম দফায়। ১৮ সেপ্টেম্বরের সেই নির্বাচনে ভোট পড়েছিল ৬১.৩৮ শতাংশ। এদিকে জম্মু ও কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ আগামী ১ অক্টোবর। গণনা হবে ৮ অক্টোবর। (আরও পড়ুন: ♛বাংলায় এবার শিল্পতালুক হবে বন্ধ কারখানার জমিতে,আসতে পারে কয়েক হাজার কোটির লগ্নি)
আরও পড়ুন: বিকাশের বদলে RG কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন বৃন্দা, জানেন তিনি কꦕে?
আজ উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েไছে ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ওমর এ বার লড়ছেন দু’টি কেন্দ্র থেকে। ওমর ছাড়াও জম্মু ও কাশ্মীরের রাজ্য বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না, প্রদেশ কংগ্রেস সভাপতি তারিক হামিদ কাড়রা, জম্মু ও কাশ্মীর আপন🔯ি পার্টির প্রধান আলতাফ বুখারিরা আজ ভোট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের এই নির্বাচন বিজেপির জন্য একটি বড় পরীক্ষা। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার আগে থেকে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি ছিল। পরে রাজ্য ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল হয় জম্মু ও কাশ্মীর। এরপর থেকে দিল্লিরই কাঁধে ছিল জম্মু ও কাশ্মীর শাসনের দায়িত্বভার। তবে গত কয়েকদিন ধরে কাশ্মীরে পরপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: সকা๊ল থেকেই ভাসতে শুরু করেছে বাংলা, ভারী বৃষ্টির পূর্বাভাস ক💟োথায় কোথায়?
এবারের ভোটে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স জোট বেঁধে লড়ছে বিজেপির বিরুদ্ধে। এদিকে লড়াইতে আছে মেহবুবা মুফতির পিডিপি। উল্লেখ্য, ২০১৪ সালের নির্বাচনের পরে বিজেপি এবং পিডিপি মিলে জোট সরকার গঠন করেছিল জম্মু ও কাশ্মীরে। পরে সেই ൲সরকার ভেঙে গিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। আর রাষ্ট্রপতি শাসন চলাকালীনই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়। লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। রাজ্যের মর্যাদা ছিনিয়ে নেওয়া হয় জম্মু ও কাশ্মীর থেকে। এদিকে এই নির্বাচনে ন্যাশনাল কনফারেন্সের ইস্তেহারে ৩৭০ ধারা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি রয়েছে। এদিকে কংগ্রেস ৩৭০ ধারা নিয়ে 'নীরব'। তবে তারা জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে ইস্তেহারে।