JEE Mains 2021: কবে হবে তৃতীয় সেশনের পরীক্ষা? জানাল NTA, শুরু অ্যাডমিট ডাউনলোড
1 মিনিটে পড়ুন Updated: 14 Jul 2021, 10:11 PM IST- থেকে অ্যাডমিট🦋 কার্ড ডাউনলোড করতে পারবেন। যে প্রক্রিয়া ১৩ জুলাই থেকে শুরু হয়েছে। প্রার্থীদের ইনফরমেশন বুলেটিন ভালোভাবে খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে।’
চলতি বছর চারটি সেশনে জেইই-মেন পরীক্ষা হচ্ছে। গত ফেব্রুয়ারি এবং মার্চে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় সেশনের পরীক্ষা হয়েছিল। প্রথম দফায় (গত ২৩-২৬ ফেব্রুয়ারি) ৬২০,৯৭৮ জন পরীক্ষা দিয়েছিলেন। দ্বিতীয় দফায় (১৬-১৮ মার্চ) পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৫৬,২৪৮। ২৭, ২৮ এবং ৩০ এপ্রিল তৃতীয় দফার পরীক্ষা হওয়ার কথা ছিল। চতুর্থ দফার পরীক্ষা হওয়ার কথ🐼া ছিল ২৪, ২৫, ২৬, ২৭ এবং ২৮ মে। কিন্তু করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় এপ্রিল এবং মে সেশনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। আপাতত দেশের বিভিন্ন প্রান্তে করোনার সংক্রমণ কমে যাওয়ায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনটিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, তৃতীয় সেশনের জন্য ৭০৯,৫১৯ জন প্রার্থী নথিভুক্ত হয়েছে। দেশের ৩৩৪ টি শহরের বিভিন্ন কেন্দ্রে সেই পরীক্ষা হবে।