জামিনে সম্প্রতি ছাড়া পেয়েছেন ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার সেই হেমন্ত সোরেন দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মুখ্যমন্ত্রীর পদে বসার পরেই তিনি মোদীর সঙ্গে দেখা করেন। এক্স হ্যান্ডেলে তিনি এই সাক্ষাতের ছবꦛি পোস্ট করেছেন। এই মিটিংকে তিনি ‘সৌজন্য সাক্ষাৎকার’ বলে উল্লেখ করেছেন।
সেই ছবিতে দেখা যায়, হেমন্ত সোরেন হাতে ফুল নিয়ে মোদীকে শুভেচ্ছা জানাচ্ছেন। তবে এক্স হ্যান্ডেলে যে ছবি পোস্ট করে🅠ছেন হেমন্ত সোরেন সেখানে বিস্তারিত কিছু লেখা হয়নি।
এদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এক্সিকিউটিভ প্রেসিডেন্ট গ্রেফতার হওয়ার আগেই মুখ্য়মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। ৩১শে জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। জমি সংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। প্রায় পাঁচ মাস তিনি জেলে দিন কাটান। এরপর তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এরপর ৪ জুলাই তিনি ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রীর চেয়ারে ফের বসেন।
এদিকে হেমন্ত সোরেন জেলে যাওয়ার পরেই ঝাড়খণ্ডে মুখ্য়মন্ত্রীর চেয়ারে বসেছিলেন চম্পাই সোরেন। তবে হেমন্ত জেল🦂 থেকে বেরিয়ে আসার পরেই তিনি মুখ্য়মন্ত্রীর চেয়ার ছেড়ে দেন।
এদিকে এবার ঝাড়খণ্ডে ভালো ফল করতে পারেনি বিজেপি। সেই তুলনায় ইন্ডিয়া জোটের প্রার্থীরা এবার ভালো ফলাফল করেন। ঝাড়খণ্ডের যা ফলাফল তাতেও দেখা গিয়েছে, ৯ সংখ্যাতেই আটকে গিয়েছিল এনডিএ রথ। ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন এনড🃏িএ ৯টি আসন পেয়েছে। বিজেপি নিজেরা পেয়েছে ৮টি আসন আর তার সহযোগী শক্তি আজসু পেয়েছে একটি 𓃲আসন।
ইন্ডিয়া জোট ২০১৯ সালে এই ঝাড়খণ্ড থেকে পেয়েছিল ২টি আসন। এবার ত🐽ারা পেয়েছে ৫টি আসন। সবথেকে বড𓆏় বিষয় হল আদিবাসী অধ্যুষিত অধিকাংশ এলাকায় ভালো ফল করেছে ইন্ডিয়া জোট। প্রাক্তন মুখ্য়মন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করার ফল কতটা এবারের লোকসভা ভোটে পড়েছে সেটাও দেখার।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দুমকা, সিংভূম, রাজমহল আসন জিতেছে। বিজেপি শিবু সোরেনের বৌমা সীতা সোরেনকে দাঁড় করিয়েছিল। কিন্তু তিনিও পরাজিত। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নলীন সোরেনের কাছে পরাজিত হয়েছেন তিনি। সিংভূমে বিজেপির প্রার্থী হয়েছিলেন গীতা কোরা। তিনি কংগ্রেস থেকে এসেছিলেন জেএমএমে। তিনিও পরাজিত। আর রাজমহলে🧸ও একই ছবি।
আদিবাসী অধ্য়ুষিত খুন্তি ও লোহারডগাতে ভালো ফল করেছে কংগ্রেস। বিজেপির ক্যারি꧂শ্মা দেখা গিয়েছে রাঁচি, জামশেদপুর, ধানবাদ, হাজারিবাগ, ও গোড্ডা সহ কিছু পকেটে প্রভাব পড়েছে। পালামৌ, ছাতরা, কোডার্মাতেও মোটের উপর ভালো ফল করেছে বিজেপি।