হেমন্ত সোরেন সরকার ফেলে দিতে ষড়যন্ত্র করা হয়েছিল। তাই টাকা দিয়ে বিধায়ক কেনাবেচার অভিযোগ উঠেছিল। এই কাজ করতে গিয়ে তিন কংগ্রেস বিধায়ক গ্রেফতার হয় বাংলায়। কারণ তাঁদের গাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। এবার ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক বিস্ফোরক দাবি করে বললেন, এরা তিনজন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করেছিল কিছুদিন আগে। সুতরাং ঝাড়খণ্ড সরকার ফেলতে সরাসরি বিজেপির যোগের অভিযোগ উঠ꧑ল।
কে এই অভিযোগ করলেন? মঙ্গলবার ঝাড়খণ্ডের কংগ্✨রেস বিধায়ক জয়মঙ্গল সিং এই অভিযোগ করেছেন। তিনি গত রবিবার এই তিনজন সাসপেন্ড হওয়া বিধায়কের বিরুদ্ধে এ𒐪ফআইআর করেছিলেন। আর আজকে বিস্ফোরক অভিযোগ করলেন। সেখানের অ꧙ভিযোগে উল্লেখ করা হয়েছিল, হেমন্ত সোরেন সরকারকে ফেলে দিতে ষড়যন্ত্র করেছিলেন—ইরফান আনসারি, রাজেশ কচ্ছপ, নমন বিক্সাল কোঙ্গাদি এই ঘোড়া কেনাবেচায় জড়িত।
ঠিক কী বলেছেন কংগ্রেস বিধায়ক? এই ঘটনা প্রসঙ্গে এদিন পুলিশের কাছে কংগ্র🔜েস বিধায়ক জয়মঙ্গল সিং অভিযোগ করেন, ‘এই তিনজন সাসপেন্ড কংগ্রেস বিধায়ক আমায় কলকাতায় ডেকে নিয়ে গিয়েছিলেন। ১০ ꩵকোটি টাকা এবং মন্ত্রী পদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এমনকী আমাকে এই তিনজন হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দেখা করতে নিয়ে গি꧒য়েছিলেন।’ এই খবর চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে। কারণ মহারাষ্ট্র সরকার ফেলে দেওয়া হয়েছে। এবার ঝাড়খণ্ড সরকার ফেলে দিতেই ছক কষা হয়েছিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।