দীর্ঘ প্রতীক্ষার পর শেয়ার বাজারে 'অভিষেক' হল জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের। সোমবার সকালে বিএসইতে (পূর্ববর্তী বম্বে স্টক এক্সচেঞ্জ) 'বেল' বাজানোর শেয়ার বাজারে জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের যাত্রা শুরু হয়। তবে যাত্রার শুরুটা খুব একটা ভালো হয়নি। বাজারে নথিভুক্ত হওয়ার কিছুক্ষণ মধ্যেই পাঁচ শতাংশের মতো পতন হয়েছে জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারের। প্রতিটি শেয়ারের দাম কমে দাঁড়িয়েছে ২৫১.৭৫ টাকা। যে সংস্থার শেয়ার বিএসইতে নথিভুক্ত হয়েছে ২৬৫ টাকায় (প♓্রতিটি শেয়া💛র)। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ২৬২ টাকায় নথিভুক্ত হওয়ার পর পাঁচ শতাংশের মতো কমে জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৪৮.৯ টাকা।
জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লিস্টিংয়ের আপডেট
১) বর্তমানের বাজামূল্য অনুযায়ী, ভারতের তৃতীয় বৃহত্তম নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান হল জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (অতীতের রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট লিমিটেড) এগিয়ে আছে শুধুমাত🐎্র বাজাজ ফিনান্স এবং বাজাজ ফিনসার্ভ।
আরও পড়ুন: JioBook Laജptop: দাম ১৬,৪৯৯ টাকা! সস্তার ল্যাপটপ আনল Jio, ফিচার্সও ফাটাফাটি, কবে থেকে কেনা যাবে?
২) আর্থিক বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন যে দুর্বল শুরু হলেও জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের প্রতিটি শেয়ারের দাম ৩০০ টাকার কাছাকাছি থাকবে। আর যদি ভালো শুরু হয়, তাহলে প্রতিটি শেয়ারের দাম ৩২৫ টাকায় পৌঁছে যেতে পারে বলে অনুমান ক🌟রেছিলেন বিশেষজ্ঞরা। যদিও কোনওটাই হয়নি। বিএসইতে প্রতিটি শেয়ারের দাম ২৫১.৭৫♛ টাকা দাঁড়িয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে।
৩) প্রথম ১০ দিনে (ট্রেডিং ডে) শুধুমাত্র ট্রেড-ফর-ট্রেড সেগমেন্টে থাকবে জিয়ো ফিনান্সিয়াল সার্ভ🃏িসেস লিমিট👍েডের শেয়ার। অর্থাৎ জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ারের ক্ষেত্রে ইন্ট্রা'ডে ট্রেডিংয়ের সুযোগ মিলবে। শুধুমাত্র ডেলিভারি নির্ভর শেয়ার কিনতে এবং বেচতে পারবেন বিনিয়োগকারীরা।
৪) গত মাসেই রিলায়েন্সের থেকে আলাদা হয়ে যায় জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। সেইসময় নাম ছিল রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট লিমিটেড। পরবর্তীতে সেটির নাম পালটে হয়জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। প্রতিটি রিলায়েন্স শেয়ারের জন্য শেয়ারহোল্ডাররা জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের একটি করে শেয়ার পেꦜয়েছেন।
৫) গত মাসে 🧸'প্রাইস ডিকসকভারি সেশন'-র সময় জিয়ো ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের প্রতিটি শেয়ারের প্রি-লিস্টিং দাম ছিল ২৬১.৮৫ টাকা।