ভারতীয় মিডিয়া ক্ষেত্রে সর্ববৃহৎ সংযুক্তিকরণ চুক্তি সম্পন্ন হল। এক হয়ে গেল রিলায়েন্সের মালিকানাধীন ভায়াকম ১৮ এবং ওয়াল্ট ডিজনির মালিকানাধীন স্টার ইন্ডিয়া। এই সংযুক্তিকরণের ফলে 'নয়া সংস্থার' আনুমানিক আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৭০ হাজার কোটি টাকা। এই নয়া মিডিয়া সংস্থার বাৎসরিক আয় ২৬ হাজার কোটি টাকা হবে বলে আশা করা হচ্ছে। এই সংযুক্তিকরণের ফলে নয়া সংস্থার মোট চ্যানেলের সংখ্যা ১০০ পার করে যাবে। এদিকে ডিজিটাল ক্ষেত্রে জিও সিনেমা এবং হটস্টার মিলিয়ে সাবস্ক্রিপশন নেওয়া মোট গ্রাহকের সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যাবে। এই আবহে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স এবং সোনি লিভের মতো ওটিটি প্ল্যাটফর্মকে কড়া টক্কর দেবে তারা। (আরও পড়ুন: 💙প্রেসিডেন্ট ট্রাম্প পাবেন ৪ লাখ ডলার, তাঁর সরকারে পদ পাওয়া মাস্ক-বিবেকের বেতন কত)
আরও পড়ুন: ෴দেশের বৃহত্তম... তৈরি হচ্ছে নয়া প্ল্যান্ট, একসঙ্গে ৫০০০ কোটির বিনিয়োগ এই বাংলায়
আরও পড়ুন: ▨চুপিসারে হয়ে গেল গুরুত্বপূর্ণ বৈঠক, বড় কোনও সুখবর পেতে চলেছেন সরকারি কর্মীরা?
এদিকে রিপোর্ট অনুযায়ী, জিওস্টারের ওয়েবসাইট - JioStar.com লাইভ হয়ে গিয়েছে। নয়া সংযুক্ত সংস্থার চেয়ারপার্সন হবেন নীতা আম্বানি। এদিকে সংস্থার ভাইস চেয়ারপার্সন হবেন উদয় শঙ্কর। এছাড়া সংস্থার তিনজন সিইও হবেন - কেভিন ভাস, কিরণ মণি, সংযোগ গুপ্তা। এর মধ্যে কেভিন সামলাবেন এন্টারটেনমেন্ট বিজনেজ। কিরণের কাঁধে দায়িত্ব থাকবে ডিজিটাল বাণিজ্যের। এবং খেলা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব আছে সংযোগের ওপর। এই নয়া সংযুক্ত সংস্থার ৪৬.৮২ শতাংশের মালিকানা রেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। এছাড়া ডিজনির মালিকানা হল ৩৬.৮৪ শতাংশ। আর রিলায়েন্সের মালিকানাধীন ভায়াকমের অংশিদারিত্ব হল ১৬.৩৪ শতাংশ। তাই সব মিলিয়ে ৫০ শতাংশের বেশি অংশিদারিত্ব রয়েছে আম্বানিদের হাতে। সব মিলিয়ে ৬৩.১৬ শতাংশ মালিকানা থাকবে রিলায়েন্সের হাতে। (আরও পড়ুন: ⛎শ্রীলঙ্কার সংসদ নির্বাচনেও 'লাল ঝড়', দিশানায়েকের NPP-র ঝুলিতে গেল কটা আসন?)
আরও পড়ুন: ﷺ'এটা আমাদের দেশ, তোমরা ইউরোপে ফিরে যাও', এবার কানাডিয়ানদেরই হুমকি খলিস্তানিদের
মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনে থাকা ভায়াকমেরই চ্যানেল হল স্পোর্টস ১৮। এই চ্যানেলে ভারতের দেশের মাটিতে অনুষ্ঠিত সব আন্তর্জাতিক খেলা দেখানো হয়। অলিম্পিকও এই বছর এই চ্যানেলে দেখানো হয়েছিল। আবার স্টার স্পোর্টসে দেখানো হয় আইপিএল। এই আবহে দুই সংস্থা এক সূত্রে যুক্ত হওয়ায় দেশের ক্রিকেট দেখার অভিজ্ঞা বদলে যেতে পারে বে মনে করা হচ্ছে। (আরও পড়ুন: ♔দিল্লিতে বসে হাসিনা… ঘুম উড়ে যাচ্ছে ইউনুস সরকারের! কী বলছে বাংলাদেশ?)
আরও পড়ুন: 💦চট্টগ্রাম পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক ভারতের ইসকন, বার্তা সোজা মোদীকে
⛎ রিপোর্ট অনুযায়ী, গত ২০২৩ সালের ডিসেম্বরেই লন্ডনে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল রিলায়েন্স এবং ডিজনি-স্টারের মধ্যে। ডিজনি স্টার এবং রিলায়েন্সের মার্জারের ফলে বিনোদন জগতে এটাই হতে চলেছে সবথেকে বড় মার্জার। এর আগে সোনি ও জি-র মার্জারের সিদ্ধান্ত নিয়েছিল। তবে তাদের সেই চুক্তি ভেস্তে যায়।