লক্ষ্মীবার বৃহস্পতিবারে বিশ্বব্যাঙ্কের নেতৃত্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত করলেন মাস্টারকার্ডে🌼র প্রাক্তন সিইও অজয় বাঙ্গাকে। বিশ্বব্যাঙ্কের বর্তমান প্রধান ডেভিড ম্যালপাস ইতিমধ্যেই নিজের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন। আর সেই জায়গায় এবার ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী অজয় বাঙ্গাকে মনোনীত করলেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য়, প্রবাসী ভারতীয়দের পর পর মাইলস্টোন দখলের দৌড়ে তালিকায় আরও এক নতুন নাম অজয় বাঙ্গা।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে নানা উন্নয়নের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বিশ্বব্যাঙ্ক। সেই নামী প্রতিষ্ঠানের প্রধানের পদে কাকে আসীন করা হবে, তার আবেদন গ্রহণ শুরু হয়েছে। ইতিমধ্যেই মনোনয়নের পর্ব শুরু হয়ে গিয়েছে। আগামী ২৯ মার্চ পর্যন্ত চলবে এই মনোনয়ন গ্রহণের পালা। তবে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বিশ্বব্যাঙ্কের শীর্ষ পদে কোনও মহিলার মনোনয়নকেই অগ্রাধিকার দেওয়া হবে। উল্লেখ্য, বিশ্বব্যাঙ্কের প্রধানের পদে আমেরিকান ও আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান হিসাবে একজন ইউরোপিয়ানই আসীন হন। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের মনোনীত ৬৩ বছর বয়সী অজয় বাঙ্গা বর্তমানে ‘জেনারেল আটলান্টিক’এর ভাইস চেয়ারম্যান। এর আগে, মাস্টারকার্ডের সিইওর পদে ছিলেন অজয় বাঙ্গা। অজয় বাঙ্গাকে মনোনয়নের পর এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জানান,'জলবায়ু পরিবর্তন সমেত বর্তমান সময়ের সবচেয়ে জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারী-বেসরকারী সংস্থানগুলিকে একত্রিত করার সমালোচনামূলক অভিজ্ঞতা' রয়েছে অজয় বাঙ্গার। (‘আমিও গোমাংস খাই’, ভোটের আ💛গে মেঘালয়ের বিজেপ💯ি প্রধানের বক্তব্যে শোরগোল)