Rajyasabha Latest: রাজ্যসভায় নতুন নেতা বেছে নিল বিজেপি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব, বিশেষ বার্তা কংগ্রেসের
1 মিনিটে পড়ুন Updated: 24 Jun 2024, 05:34 PM ISTপীযূষ গোয়েলের পর🦂 এবার রাজ্যসভার নেতা হচ্ছেন🦋 জেপি নড্ডা।
পীযূষ গোয়েলের পর🦂 এবার রাজ্যসভার নেতা হচ্ছেন🦋 জেপি নড্ডা।
সদ্য কেন্দ্র🤪ীয় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বꦰ পেয়েছেন বিজেপির হেভিওয়েট জেপি নড্ডা। মোদী মন্ত্রিসভার এই মন্ত্রী পেলেন আরও একটি দায়িত্ব। রাজ্যসভার কক্ষের নেতা হিসাবে বিবেচিত হয়েছেন জেপি নড্ডা। এর আগে এই পদে ছিলেন পীযূষ গোয়েল। তাঁর জায়গায় এবার এলেন নড্ডা।
আজ সোমবার শুরু হয়েছে লোকসভার প্রথম অধিবেশন। ২০২৪ ল🐲োকসভা ভোটের পর আজ নবনির্বাচিত সাংসদরা শপথ পাঠ করেন। এর আগে, রাজ্যসভার কক্ষ নেতা হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল দায়িত্বে ছিলেন। বর্তমানে লোকসভা ভোটে উত্তর মুম্বই থেকে পীযূষ সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন। এই বছরের ফেব্রুয়ারিতে সংসদের উচ্চকক্ষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪১ জন প্রার্থীর মধ্যে অন্যতম জেপি নাড্ডা। নড্ডা ছাড়াও, বিজেপি মাত্র তিনজন সদস্য মনোনীত করেছে রাজ্যসভা নির্বাচনের সর্বশেষ দফায় দ্বিতীয় মেয়াদের জন্য। এই মনোনীতরা হলেন, অশ্বিনী বৈষ্ণব, এল মুরুগান এবং দলের মুখপাত্র সুধাংশু ত্রিবেদী।
এদিকে, রাজ্যসভায় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী দলনেতার ভূমিকায় রয়েছেন। এদিকে, জেপি নড্ডা রাজ্যসভায় কক্ষের নেতা হিসাবে উঠে আসতেই কংগ্রেসের জয়রাম রমেশ একটি টুইটে খোঁচার সুরে আক্রমণ শানান বিজেপির দিকে। বেঙ্কাইয়া নাইডুর একটি মন্তব্যকে তুলে ধরে এই নেতা বলেন, ‘শুভেচ্ছা জেপি নড্ডাজিকে। তিনি রাজ্যসভায় কক্ষের নেতা মনোনীত হওয়ার জন্য। যেমন ভেঙ্কাইয়া নাইডু গারু বলতেন- কক্ষের নেতা যদি মানিয়ে নিতে পারেন, 🤡তাহলে বিরোধীরা সহযোগিতা করতে পারে।’