জুনিয়র ডক্তারদের আইনজীবী বদল নিয়ে অনেক চর্চা হয়েছে গতকাল থেকেই। আর আজ আদালতে তিনি দাপটের সঙ্গেই জুনিয়র ডক্তারদের পক্ষ তুলে ধরলেন সেই ইন্দিরা জয়সিংহ। এই আবহে আজকের আরজি কর শুনানিতে তিনি জানিয়ে দেন, আন্দোলনকারীরা জেনারেল বডি বৈঠকে বসবেন, তারপরে কাজে ফেরা নিয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু নির্দিষ্ট ভাবে ওভাবে বলে দেওয়া যায় নে কবে কাজে ফিরবেন চিকিৎসকরা। এদিকে ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানিয়ে আদালতে কপিল সিব্বল বলেন, 'মুখ্যমন্ত্রী নিজে বিবৃতি দিয়েছেন। আর কী চাই?' এদিকে আজকের শুনানি শেষে প্রধান বিচারপতি জানিয়ে দেন, পূর্ববর্তী কাজে ফেরার নির্দেশ বহাল থাকছে। তাতে পরিবর্তন করা হচ্ছে না। তবে সেই নির্দেশিকা কার্যকর কীভাবে করা হবে, তা চিকিৎসকদের ওপর ছেড়ে দিতে হবে। শীর্ষ আদালত জানাল, কাজে ফিরলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এর আগে গত সোমবার, ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানিয়েছিল, পরের দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে তাঁদের কাজে ফিরতে হবে। (আরও পড়ুন: 'বিনীত যেখানে কাজ করতে চেয়েছেন…', CP-কে নিয়ে মমতার মন্তব্য ঘিরে বিসꦬ্ফোরক অভিযোগ)
আরও পড়ুন: 'আরজি করে খুনের মামলায় ধামাচাপা দেওয়ার কথা মেন🧜েছেন মমতা',সামনে বিস🃏্ফোরক মন্তব্য
আরও পড়ুন: 'সমঝোতা হয়েছে', মমতা-ডাক্তারদের বৈঠক নিয়ে গভীর রাতে বড় দাবি ঘিরে 🍸তোলপাড়
এদিকে আজ শুনানি চলাকালীন কালীঘাটে বৈঠকের মিনিটসের কথা উল্লেখ করে কপিল সিব্বলের সওয়াল, 'জুনিয়র ডাক্তাররা কাজে না ফিরলে কী করব?' জবাবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বললেন, 'আমরা শেষ শুনানিতে নির্দেশ দিয়েছিলাম পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে। সে বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে?' তখন সিব্বল জানান, রাজ্যের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়েছে। তার কপি জমা দেওয়া হয়েছে।' অন্যদিকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে ইন্দিরাদেবী বলেন, '১৫১৪ সিভিক ভলান্টিয়ারকে সরিয়ে রাজ্য পুলিশকে নিয়োগ করার আর্জি রইল। জুনিয়র ডাক্তাররা আতঙ্কিত।' এদিকে মমতা-জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে ইন্দিরাদেবী বলেন, 'জুনিয়র ডাক্তারদের আস্থা অর্জনের জন্য রাজ্য ও জুনিয়র ডাক্তারদের যে সমঝোতা হয়েছে, তা রেকর্ডে রাখা হোক। আমরা জানি, জুনিয়র ডাক্তারদের দাবি এক দিনে সব পূরণ করা হবে না। তাঁরা কাজে ফিরতে চান। কিন্তু কিছু বিষয়ে এখনই নজর দেওয়া দরকার।' এদিকে রাজ্যের তরফে জানতে চাওয়া হয়, জিবি বৈঠক কখন হবে, জানানো হোক। ইন্দিরা জানিয়েছেন, এ নিয়ে তাঁরা কিছু জানাতে পারবেন না। (আরও পড়ুন: রাত সাড়ে ৩টে নাগাদ নির্যাতিতাকে 'কয়েকজনের সাথে' প♛াঁচ তলায় দেখেছিলেন এক ন𓆉ার্স!)
আরও পড়ুন: আ🍸রজি কর কাণ্ডে নয়া তথ্য CBI-এর হাতে, চিকিৎসক খুন ১৫ লাখের জಌন্যে?
এদিতে আজকের শুনানি চলাকালীন সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দীর বক্তব্য, 'রাজ্য বলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে স্ಌবাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ছে। অথচ ওভারটাইম করতে হচ্ছে সিনিয়রদের।' পালটা প্রধান বিচারপতির প্রশ্ন, 'সব কি স্বাভাবিক হয়েছে?' করুণা নন্দী বল♎লেন, 'জুনিয়রদের ঘাটতি পূরণে কাজ করছেন সিনিয়ররা। আন্দোলনকারীদের আমজনতার কাছে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে।' ১০ সেপ্টেম্বরের শুনানিতে রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে তখন পর্যন্ত রাজ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।