অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মা ও মেয়ে। শুক্রবার কাশ্মীরের বন্দিপোরা জেলায় গুরেজ এলাকায় একটি হিমবাহের মধ্যে পড়ে গিয়েছিলেন তারা। পুলিশ জানিয়েছে, তুলাইল এলাকায় ওই হিমবাহটির ফাঁদে কার্যত আটকে পড়েছিলেন শাহনাজা বেগম ও তাঁর মেয়ে তাবাসুম বানো। স্থানীয়রা ওই দুজনকে কোনওরকমে উদ্ধার করে। এদিকে হিমবাহের মধ্যে পড়ে গিয়েছিলেন ওই দুজনে। এরপর স্থানীয়রা গর্ত খুঁড়ে দুজনকে উদ্ধার করেন।আধিকারিকরা জানিয়েছেন, দুজনে জল আনার জন্য বেরিয়েছিলেন। সেই সময় তারা আচমকা হিমবাহের মধ্যে ঢুকে যান। তবে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করতে হয়নি।আসলে সম্প্রতি এলাকায় নতুন করে তুষারপাত হয়েছিল। এরপরই একের পর হিমবাহ তৈরি হয়ে যায়। এই এলাকায় এই ধরনের হিমবাহের প্রবণতা রয়েছে। প্রায় ১ ফুট উঁচু হিমবাহ তৈরি হয় এলাকায়। তবে এবারই প্রথম নয়।এর আগে ১ ফেব্রুয়ারি দুজন পোলিশ নাগরিকের মৃত্যু হয় হিমবাহে। ১৯জনকে পরে উদ্ধার করা হয়। ১২ জানুয়ারি জোজিলা টানেল এলাকায় দুজন শ্রমিকের মৃত্য়ু হয়েছিল হিমবাহে পড়ে গিয়ে।এখন কেমন রয়েছে কাশ্মীরের আবহাওয়া?শুক্রবার কাশ্মীরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সব মিলিয়ে আবহাওয়ার উন্নতি হয়েছে। তবে বানিহাল, কোকেরনাগ, শ্রীনগর সহ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে।এদিকে ২৭০ কিমি দীর্ঘ শ্রীনগর- জম্মু জাতীয় সড়ক দ্বিতীয় দিনেও বন্ধ করে রাখা হয়েছে।হলুদ তুষার কাশ্মীরেআবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর কাশ্মীরে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত তুষারপাত হয়েছে। এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর কাশ্মীরে কিছুটা হলদেটে তুষারপাত হয়েছে। কারণ পাকিস্তান আর আফগানিস্তান থেকে যে ধুলো বাতাসে বয়ে এনেছে সেটাই তুষারের সঙ্গে মিশে এমন হলেদেটে রঙ হয়েছে।আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর মুখতার আহমেদ জানিয়েছেন, ইউরোপিয়ান অপারেশানাল স্যাটেলাইট এজেন্সি নিশ্চিত করেছে যে মধ্য পাকিস্তান ও দক্ষিণ আফগানিস্তান থেকে আসা ধুলো বাতাসে ভর করে চলে এসেছে। তার জেরে উত্তর কাশ্মীরের কিছু এলাকা হলদেটে তুষারপাত হয়েছে।এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টি হতে পারে কাশ্মীর উপত্যকায়। কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। এর সঙ্গেই আবহাওয়া শুষ্ক থাকবে। কুপওয়ারাতে নিয়ন্ত্রণ রেখার কাছে তাপমাত্রা হিমাঙ্কের নীচে চলে গিয়েছে(-০.৫ ডিগ্রি সেলসিয়াস)।