সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে দিল্লিতে। কোনও ইস্যুতেই বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় আম আদমি পার্টি। দিল্লির মুখ্যমন্ত্রীকে সন্ত্রাসবাদী বলে অভিহিত করেছে বিজেপি। শাহিন বাগ সহ বিভিন্ন সিএএ বিরোধী প্রতিবাদে আপের পরোক্ষ সমর্থন আছে বলেও গেরুয়া শিবিরের দাবি। এই সব কথার বিরোধিতা করছেন কেজরিওয়াল। অন্যদিকে বিজেপি ভোটাররা যাতে বিমুখ না হয়, তার জন্য সচেষ্ট দিল্লির মুখ্যমন্ত্রী। প্রচার চলাকালীন এক টিভি সঞ্চালক আচমকা কেজরিওয়ালকে জিজ্ঞেস করলেন তিনি হনুমান ভক্ত কিনা। হ্যাঁ বলায় এল হনুমান চালিশা পাঠের আবদার। প্রথমে একটু ইতস্তত করলেও সমবেত দর্শকদের উত্সাহে হনুমান চালিশা পাঠ করে শোনালেন অরবিন্দ কেজরিওয়াল। দেশভক্তি বিজেপির প্রচারের আরেকটা বড় থিম। সেই অস্ত্রকে ভোঁতা করতেও সচেষ্ট আপ। এই কারণে আপের ইস্তেহারে রয়েছে স্কুলের পাঠ্যক্রমে দেশভক্তি পড়ানোর প্রতিশ্রুতি। ২৮ দফা প্রোগ্রামের কথা ইস্তেহারে রয়েছে, যার মধ্যে আছে দিল্লি জনলোকপাল ও দিল্লি স্বরাজ বিল আনার প্রতিশ্রুতি। ঘরে ঘরে রেশন বিলি করার প্রতিশ্রুতি আছে ইস্তেহারে। পরীক্ষামূলক ভাবে ২৪ ঘণ্টা বাজার খুলে রাখার পরিকল্পনাও আছে আপের।