কেরলের ওয়ানাড় জেলায় ধারাবাহিক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৪৩ হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের জেরে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। আটকা পড়েছেন আরও শতাধিক। ভূমিধসে বাড়িঘর ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে গেছে এবং জলাশয়গুলো ফুলে ফেঁপে উঠেছে। এই আবহে এখনও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার ও সন্ধানের চেষ্টা চলছে সেখানে। কেরলের রাজ্য দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (কেএসডিএমএ) জানিয়েছে, ফায়ার অ্যান্ড রেসকিউ, সিভিল ডিফেন্স, এনডিআরএফ এবং স্থানীয় কুইক রেসপন্স দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। কান্নুরের ডিএসসি সেন্টারের প্রায় ২০০ ভারতীয় সেনা কর্মী এবং কোঝিকোড় থেকে ১২২ টিএ ব্যাটালিয়নও ঘটনাস্থলে রয়েছেন। এর পাশাপাশি, বিমানবাহিনীর তিমনটি হেলিকপ্টার, একটি এমআই-১৭ বিমান উদ্ধার অভিযানের সমন্বয় করছে। (আরও পড়ুন: বেতন ও ভাতা বৃদ্ধি🐠 করা হল বাংলার এই কর্মীদের, বড় ঘোষণা করল রাজ্য স💃রকার)