দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির বিদায়ী সাংসদ তথা অভিনেত্রী কিরণ খের। দলের কিছু নেতার বিরুদ্ধে তাঁকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ তুলেছেন বিজ🃏েপি সাংসদ। শেষ দফায় চণ্ডীগড়ে নিজের বুথে ভোট দেওয়ার পর এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারকা সংসদ। এদিন মূলত তিনি নাম না করে চণ্ডীগড়ের বিজেপি প্রার্থী সঞ্জয় ট্যান্ডনকে আক্রমণ করেন তিনি।
আরও পড়ুন: 'যাঁরা আমায় ভোট দেননি, তাঁদের জুতো পܫেটা, লাথি মারা ওউচিত', মন্তব্য কিরণ খেরের
লোকসভা নির্বাচনে এবার না লড়ার কথা দলকে আগেই জানিয়েছিলেন কিরণ খের। তারপরেই চণ্ডীগড়ে সঞ্জয় ট্যান্ডনকে প্রার্থী করে বিজেপি। বিদায়ী সাংসদ কিরণ খের শনিবার দলের প্রচারের সময় তাঁকে গুরুত্ব না দেওয়ার জন্য বিজেপির কিছু নেতার নিন্দা করেছেন।෴ এদিন ভোট দেওয়ার পরে সংবাদমাধ্যমকে কিরণ খের জানান, দলের কিছু নেতা তাঁকে গুরুত্ব দিচ্ছেন না। সেই কারণে ভোট প্রচারের সময় তিনি বেশিরভাগ দলীয় কর্মসূচির জন্য কোনও তথ্যই পাননি। তিনি বলেন, ‘যখনই আমাকে জানানো হয়েছে তখনই, আমি বিজেপির সমস্ত কর্মসূচিতে উপস্থিত হয়েছি। 𒆙তাছাড়া, আমি ১০ বছরে মানুষের জন্য যে কাজ করেছি কিছু দলীয় নেতা প্রচারের সময় আমার সেই কাজের কথা উল্লেখ করেননি।’
তাহলে বিজেপি দলের তরফেই তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না? তা নিয়ে সাংসদকে প্রশ্ন করা হলে তিনি জানান, দলের কিছু নেতা তাঁকে গুরুত্ব দিচ্ছেন না, পুরো দল নয়। দলের মধ্যে মতবিরোধের বিষয়ে তিনি স্বীকার করেছেন যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময় ছিল। সেই কারণেই বিজেপির তরফে তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চণ্ডীগড়ে পাঠানো হয়েছিল। তবে দ্বন্দ্ব থাকলেও তিনি বলেন, ‘আমি মনে করি যখন ভোট আসে তখন দ্বন্দ্ব ভুলে গিয়ে সকলকে একসঙ্গে থাকতে হয়।’ একসঙ্গে তিনি জানান, চণ💛্ডীগড়ে বিজেপি প্রার্থী জয়ী হলে তিনি খুশি হবেন। তবে তিনি এও বলেন যে এখানে বিজেপি প্রার্থী কীভাবে এবং কতটা প্রচার করেছে তা তিনি জানতে পারেননি।