করোনা ভাইরাস সংক্রমণের জেরে সকলেই কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এখন সামাজিক দূরত্ব বিধি পালনের ওপর জোর দিচ্ছেন। জোর দেওয়া হয়েছে ডিজিটাল পেমেন্টের ওপরও। যাঁ🐈রা অনলাইন পেমেন্টের ওপর সম্পূর্ণ ভাবে নির্ভর করে থাকেন এবং এর জন্য অতিরিক্ত কোনও অ্যাপ ইনস্টল করতে না-চান, তা হলে তাঁদের জন্য রয়েছে WhatsApp Pay।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের মাধ্যমে WhatsApp Pay কাজ🍰 করে। তবে এটি Paytm বা Google Pay-র থেকে পৃথক। Paytm-এ টাকা জমিয়ে রাখার জন্য ওয়ালেট রয়েছে আবার Google Pay-র মাধ্যমে বিল জমা দেওয়া থেকে শুরু করে সোনা কেনা-সহ আরও অনেক কিছুই করা যায়। অন্যদিকে WhatsApp Payments শুধুমাত্র Peer to Peer পেমেন্টের ওপর জোর দেয়। এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি দেশের বেশ কয়েকটি ব্যাঙ্ক যেমন ICICI, HDFC, Axis এবং State Bank of India-র সঙ্গে হাত মিলিয়েছে।
এখানে জানুন, কী ভাবে WhatsApp Payments সꦏেট আপ করে, তা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। পাশাপাশি এ-ও জানুন, কী ভাবে নিজের কনট্যাক্টদের টাকা পাঠাতে পারবেন। এছাড়াও WhatsApp UPI code স্ক্যান করে বা UPI id-র সাহায্যেও টাকা পাঠানো যাবে।
WhatsApp Pay কী ভাবে সেট আপ করবেন:
- WhatsApp ওপেন করুন।
- ওপরের ডান কোণের তিনটি ডট ট্যাপ করুন।
- ‘Payments’ অপশান ট্যাপ করুন।
- এবার ‘Add payment method’ অপশান ট্যাপ করুন।
- এটি সাপোর্টেড ডিভাইসের একটি লিস্ট দেখাবে।
- যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তা নির্বাচন করুন (সেই অ্যাকাউন্টের সঙ্গে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক থাকতে হবে)
- আপনার ফোন থেকে একটি ভেরিফিকেশন মেসেজ পাঠাতে বলা হবে। ‘Verify via SMS’ বোতামটি ট্যাপ করুন।
- ভেরিফাইয়ের পর এটি মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখাবে। এই অ্যাপের সাহায্যে যে অ্যাকাউন্টটির মাধ্যমে আপনি টাকার লেনদেন করতে চান, তা নির্বাচন করুন।
- Done ট্যাপ করুন।
WhatsApp Payments-এর সাহা💦য﷽্যে কী ভাবে টাকা পাঠাবেন:
প্রথম প্রক্রিয়া-
- যাঁকে টাকা পাঠাতে চান তাঁর চ্যাট ওপেন করুন।
- এরপর অ্যাটাচমেন্টে ক্লিক করে, সেখানে ‘Payment’ অপশানে ক্লিক করুন।
- সেই ব্যক্তির যদি WhatsApp Payments সেট আপ করা থাকে, তা হলে আপনি একটি স্ক্রিন দেখতে পাবেন, যেখানে টাকা পাঠানো বা টাকা ধার নেওয়ার কথা উল্লেখ থাকবে।
- অ্যামাউন্ট এন্টার করুন, চাইলে একটি নোট লিখতে পারেন। এরপর next ট্যাপ করুন।
- একটি স্ক্রিন খুলবে যেখানে আপনার UPI পিন দিতে বলা হবে। UPI পিন না-থাকলে, আপনাকে তা বানানোর জন্য গাইড করা হবে।
- এবার UPI দিন।
- আপনি যদি সেই ব্যক্তির কাছ থেকে টাকা ধার চেয়ে আর্জি জানাচ্ছেন, তা হলে request ট্যাপ করুন এবং request গ্রহণ না-হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
দ্বিতীয় প্রক্রিয়া-
- WhatsApp-এর মূল পেজের তিনটি ডটে ক্লিক করুন। সেখানে পেমেন্টস অপশান ওপেন করুন।
- আপনার নামের পাশের QR কোড ট্যাপ করতে পারেন। এটি আপনার QR কোড দেখাবে, যার সাহায্যে কেউ আপনাকে টাকা পাঠাতে পারবে।
- ডিসপ্লের একদম নীচে ডানদিকে নিউ পেমেন্ট অপশানে ট্যাপ করুন।
- কন্ট্যাক্ট সিলেক্ট করুন বা Send to a UPI ID বা Scan QR code অপশান ট্যাপ করুন।
- এর পর প্রথম প্রক্রিয়ার মতোই বাকিটা পুরো করুন।