ডেপস্যাং এবং ডেমচকে সেনা সরানোর কাজটা হল প্রথম ধাপ। আর তারপরই সীমান্তে উত্তেজনা প্রশমনের জ🎶ন্য পদক্ষেপ করা হবে। এমনই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তবে তিনি এটাও জানিয়েছেন, যতক্ষণ না নয়াদিল্লি নিশ্চিত হচ্ছে যে ভারতের মতোই চিনও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর সেনা সরানোর কাজটা করেছে, ততক্ষণ দ্বিতীয় ধাপে (উত্তেজনা প্রশমন) যাওয়া হবে না। তিনি আশাপ্রকাশ করেছেন যে ২০২০ সালে এপ্রিল-মে'তে সংঘাতের আগে পূর্ব লাদাখ সীমান্ত দু'দেশের সেনা যেখানে টহল দ🌼িত, সেখানেই ফিরে যাওয়া হবে।
আজ বা আগামিকালের মধ্যে সরে যাবে সেনা?
আর সেই প্রথম ধাপটা আজ বা আগামিকালের মধ্যেই সম্পূর্ণ হয়ে যেতে পারে বলে সূত্র করে সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। ভার🌳তীয় সেনার সূত্র উদ্♉ধৃত করে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি যে ঐকমত্যে পৌঁছেছে ভারত এবং চিন, সেটা স্রেফ ডেপস্যাং এবং ডেমচকের ক্ষেত্রেই হয়েছে। অন্য কোনও সংঘাতপূর্ণ ‘জোনে’ সেই বিষয়টি কার্যকর হবে না। দু'দেশেরই সেনা ২০২০ সালের এপ্রিলের আগের জায়গায় ফিরে যাবে। অর্থাৎ ততদিন যতদূর টহল দিত, ততদূরই টহল দেবে।
আরও পড়ুন: LAC Update: ভাঙা হ🗹চ্ছে ছাউনি, সেনা সরিয়ে নিচ্ছে চিন, মার্কিন উপগ্রহচিত্রে আর কী কী দেখা গেল?
যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি। রবিবার মুম্বইয়ে একটি সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী 🎐জানিয়েছেন, ডেপস্যাং এবং ডেমচকে টহলদারি এবং সেনা সরিয়ে আনা নিয়ে ভারত এবং চিন ঐকমত্যে পৌঁছেছে।
২০২০-র মতোই জায়গায় ফিরে যাব, আশাবাদী জয়শংকর
জয়শংকর বলেন, 'এটা খুব স্বাভাবিক যে পুরো বিষয়টা কার্যকর💎 হতে কিছুটা সময় লাগবে। এটা সেনা সরানো এবং টহলদারির বিষয়। সেটার অর্থ হল যে আমাদের সেনাাহিনী একে 🍸অপরের খুব কাছে চলে এসেছিল। তারা এখন নিজেদের ছাউনিতে ফিরে গিয়েছে। আশা করছি যে ২০২০ সালে যে পরিস্থিতি ছিল, সেটা ফিরে আসছে। সেইসঙ্গে তিনি বলেছেন, 'উত্তেজনা প্রশমনের পরে আলোচনা করা হবে যে কীভাবে সীমান্তের পরিস্থিতি সামলানো হবে।'
সব সমস্যার সমাধান হয়ে যায়নি, বোঝালেন জয়শংকর
তবে ভারতের বিদেশমন্ত্রী এটাও স্পষ্ট করে দিয়েছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা সরানো এবং টহলদারি নিয়ে নয়াদিল্লি এবং বেজিং যে ঐক্যমতে পৌঁছেছে, সেটার মানেই 🤪যে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, তা মোটেও ভেবে নেওয়া উচিত নয়।
শনিবার পুণেতে একটি অনুষ্ঠানে তিনি বলেন, '(ভারত ও চিন সীমান্ত সংঘাত নিয়ে) সাম্প্রতিক যে পদক্ষেপ করা হয়েছে, সেটা হল ২১ অক্টোবরের ঐকমত্য। সেটার🔯 ভিত্তিতে ডেপস্যাং এবং ডেমচকে টহলদারি চালানো হবে। সেটার ফলে আমরা এখন পরবর্তী পদক্ষেপের দিকে মনোনিবেশ করতে পারব। কিন্তু এটার মানে এই নয় যে সবকিছু মিটে গিয়েছ। কিন্তু প্রথম ধাপে সেনা সরানোর বিষয়টা একটা জায়গায় পৌঁছেছে।'