ভারত-চিন সীমান্তের ফরোয়ার্ড পোস্ট থেকে সেনা প্রত্যাহার করতে হবে। তবেই স্বাভাবিক হবে ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক। বেজিং থেকেই চিনকে ফের সেই বার্তা দিল ভারত। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘাত নিয়ে বুধবার বেজিংয়ে ভারত এবং চিনের আধিকারিকদের আলোচনার পরই নয়াদিল্লির তরফে সেই মন্তব্য করা হয়েছেꦑ। তবে ভারত এবং চিনের বিদেশ মন্ত্রকের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে অবিলম্বে সেনা প্রত্যাহারের বিষয়ে কোনও ইঙ্গিত মেলেনি।
২০২০ সালের মে'তে পূর্ব লাদাখ সীমান্তে সংঘাত শুরুর পর ভারত-চিন সীমান্ত বিষয়ক ‘ওয়ার্কিং মেকানিজম ফর কনসাল্টেশন অ্যান্ড কো-অর্ডিনেশন’ সক্রিয় করা হয়। করোনাভাইরাস মহামারীর জন্য তারপর থেকে সব বৈঠকই ভার্চুয়াল মাধ্যমে হয়েছিল। এই প্রথমবার সশরীরে বেজিংয়ে সেই বৈঠক হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেই বৈঠ🦹কে ওয়েস্টার্ন সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হয়েছে। পূর্ব লাদাখ সীমান্তের বাকি জায়গাগুলি থেকে সেনা প্রত্যাহারের পর 'খোলামেলা এবং গঠনমূলকভাবে' আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
বিষয়টি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একেবারে স্পষ্টভাবে জানানো হয়েছে, সেনা প্রত্যাহার করা হলে ওয়েস্টার্ন সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর শ🐷ান্তি এবং স্থিতাবস্থা ফিরিয়ে আনার ক🎃্ষেত্রে পথ প্রশস্ত হবে। সেইসঙ্গে ভারত এবং চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে স্বাভাবিকত্ব ফিরে আসার প্রশস্ত হবে বলে জানিয়েছে ভারত। সাউথ ব্লকের বিবৃতিতে আরও জানানো হয়েছে, যাবতীয় দ্বিপাক্ষিক চুক্তি এবং নিয়মকানুন মেনে যত দ্রুত সম্ভব কমান্ডার পর্যায়ের আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামরিক এবং কূটনৈতিক মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে নয়াদিল্লি এবং বেজিং।
উল্লেখ্য, ২০২০ সালের মে থেকে পূর্ব লাদাখ সীমান্তে ভারত এবং চিনের সংঘাত শুরু হয়। জুনে গালওয়ানে দু'দেশের সেনার মধ্যে সংঘর্ষ হয়েছিল। তারপর থেকে একাধিকবার দু'দেশের মধ্যে স👍ামরিক এবং কূটনৈতিক পর্যায়ের আলোচনা হয়েছে। তাতে কিছুটা বরফ গললেও স্থায়ী সমাধানসূত্র এখনও মেলেনি। ভারত স্পষ্ট করে দিয়েছে, সীমান্তে সংঘাতের সমাধান না হলে দ্বিপাকꦓ্ষিক সম্পর্কে স্বাভাবিকত্ব ফিরবে না। যদিও চিনের বরাবরের দাবি, সীমান্ত সংঘাতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের কোনও যোগ নেই।
তারইমধ্যে বহুবার আলোচনার পর পূর্ব লাদাখ সীমান্তের প্যাংগং সো লেক, গোগরা ও হটস্প্রিংয়ের ফরোয়ার্ড পোস্ট থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত এবং চিন। কিন্তু ডেপস্যাং এবং ডেমচক নিয়ে এখনও সমাধানসূত্র মেলেনি। তা নি𒀰য়ে আলোচনা চলছে। স♒েই আলোচনার মধ্যেই অরুণাচল প্রদেশ সীমান্তে সংঘাত শুরু হয়েছে। গত বছর ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াঙের কাছে দু'দেশের সেনার সংঘর্ষ হয়েছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )