বিহারে প্রতি বছরই বাজ পড়ে বহু জনের মৃত্যুর ঘটনা ঘটে যায়ꦺ। আর তা রুখতে সদ্য নীতীশ কুমার ঘোষণা করেছিলেন যে, সমস্ত সরকারি অফিসে বিহারে লাগানো হবে বজ্র প্রতিরোধক ব্যবস্থাপনা। এরপর কয়েকদিন যেতে না যেতেই ফের বাজ পড়ে মৃত্যুর খবর বিহারে। সে রাজ্যে ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যুর খবর এসেছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, বিপর্যয় মোকাবিলা দফতর যে গাইডলাইন দিয়েছে বাজ থেকে রক্ষা সম্পর্কে, সেই গাইডলাইন যে হুবহু মেনে চলা হয়। জানা গিয়েছে বিহারে সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে। শোক প্রকাশ করে নীতীশ কুমার সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন তিনি। এছাড়াও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে সরকারের তরফে। মাঙ্কিপক্স ত্রাস! সেক্স পার্টনারের সংখ্যাꦓ কমানোর পরামর্শ হু-এর