যে কোনও বিদেশি নাগরিক এবং অনুমতি থাকা আফগানদের আফগানিস্তান ছাড়ার বিষয়ে রাজি হয়েছে তালিবান। একটি যৌথ বিবৃতি জারি করে এমনই জানাল ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, জাপান-সহ একাধিক দেশ। ওই বিবৃত൲িতে জানানো হয়েছে, যে আফগানরা যে দেশে যেতে চাইবেন, সেই ছাড়পত্র থাকতে হবে।
কাবুলে বিস্ফোরণে মৃত মার্কিন ফৌজিদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন মার্কিন প্রেসিডন্ট
গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে মৃত মার্কিন ফৌজিদের শেষ শ্রদ্ধা জানাচ্ছেন মার্কিন প্রেসিডন্💙ট জো বাইডেন।
আফগানদের দেশ ছাড়ার অনুমতি দিল তালিবান : আন্তর্জাতিক বিবৃতি
যে কোনও বি🌼দেশি নাগরিক এবং অনুমতি থাকা আফগানদের🐟 আফগানিস্তান ছাড়ার বিষয়ে রাজি হয়েছে তালিবান। একটি যৌথ বিবৃতি জারি করে এমনই জানাল ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা, জাপান-সহ একাধিক দেশ। ওই বিবৃতিতে জানানো হয়েছে, যে আফগানরা যে দেশে যেতে চাইবেন, সেই ছাড়পত্র থাকতে হবে।
কাবুলে ISIS জঙ্গিদের গাড়িতে এয়ার-স্ট্রাইক : আমেরিকা
কাবুলে আইসিস জঙ্গির উপর হানা চালাল আমেরিকা। আমেরিকা জানিয়েছে, এয়ার স্ট্রাইকে বিস্ফোরক-বোঝাই গাড়ি ধ্বংস করে দেওয়া হয়ে🦩ছে। দেখুন ভিডিয়ো -
কাবুল বিমানবন্দরে হামলা চালাতে যাওয়া আত্মঘাতী জঙ্গির গাড়িতে এয়ার স্ট্রাইক US-র : তালিবান
ত🎃ালিবানের মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, একটি গাড়িকে নিশানা করে এয়ার স্ট্রাইক চালিয়েছে মার্কিন সেনা। যে জঙ্গি কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল।
কাবুলে ISIS-এর বিরুদ্ধে সামরিক অভিযান আমেরিকার : রিপোর্ট
দুই মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার কাবুলে সামরিক অভিযান চালিয়েছে আমেরিকা। নিশানায় ছিল জঙ꧂্গি সংগঠন আইসিস-খোরাসান।
কাবুল বিমানবন্দরের বাইরে রকেট হামলায় মৃত্যু কমপক্ষে এক শিশুর : রিপোর্ট
আফগান পুল꧂িশের এক কর্তাকে উদ্ধত করে ಞসংবাদসংস্থা জানিয়েছে, কাবুল বিমানবন্দরের উত্তর-পশ্চিমে একটি বসতি এলাকায় (খুজওয়া বুরঘা এলাকায়) রকেট আছড়ে পড়েছে। এক শিশুর মৃত্যু হয়েছে বলে ওই সংবাদসংস্থা জানিয়েছে।
টেলিভিশনের ফুটেজে কাবুলে কালো ধোঁয়া গলগল করে বেরোতে দেখা গিয়েছে : রিপোর্ট
বৃহস্পতিবার জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল কাবুল। তারপর শনিবার মার্কিন প্রেসিডেন্ট আশঙ্কা প্💟রকাশ করেছিলেন, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে আরও একটি বিস্ফোরণ হতে পারে। তারইমধ্যে দু'জন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিমানবন্দরের উত্তর দিকের একটি বাড়িতে সম্ভবত রকেট লেগেছে। একাধিক টেলিভিশনের ফুটেজে কালো ধোঁয়া গলগল করে বেরোতে দেখা গিয়েছে। তবে হামলার বিষয়🐻ে সরকারিভাবে আপাতত কোনও জানানো হয়নি।
কাবুলে শোনা গেল বিস্ফোরণের আওয়াজ, সম্ভবত রকেট হামলা : রিপোর্ট
সত্যি হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আশঙ্কা। জোড়া আত্মঘাতী বিস্ফোরণের চারদিনের মাথায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেল কাবুলে। একাধিক সংবাদসংস্থার প্রতিবেদনে তা জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, সম্ভবত রকেট হামলা চলেছে। – বিস্তারিত পড়ুন
সত্যি হল আশঙ্কা, বিস্ফোরণের শব্দ শোনা গেল কাবুলে : রিপোর্ট
বিস্ফোরণে💫র শব্দ শোনা গেল কাবুলে। দাবি সংবাদসংস্থার।💦 ওই সংবাদসংস্থার দাবি, রকেট হামলা চালানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একটি বাড়িতে রকেট লেগেছে।
ভারতের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক যোগাযোগ অব্যাহত রাখতে চাই : তালিবান
ভারতের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ অব্যাহত রাখবে তালিবান। এমনটাই দাবি করল তালিবানের শীর্ষ নেতা শের মহম্মদ আব্বাস স্ট্যানেকজাই। সঙ্গে তার দাবি, উপমহাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত।--- আরও পড়ুন এখানে
আফগানিস্তানে রয়ে গিয়েছেন ব্রিটিশ নাগরিকরা
ব্রিটিশ উদ্ধ🔯ার কাজ শেষ হলেও এখনও আফগানিস্তানে রয়ে গিয়েছেন ব্রিটিশ নাগরিকরা। রয়ে গিয়েছে এই ২০ বছরে ব্রিটে⭕নকে সাহায্য করা কয়েক হাজার আফগান।
আফগানিস্তানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রানের প্রকল্প
আফগানিস্তানে খাদ্যসামগ্রী সরবর𝔉াহের জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম রাষ্ট্রসংঘকে ১ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার অর্থ দেওয়ার আবেদন জানিয়েছে।
আগামী ৪ মাসের মধ্যে দেশ ছাড়তে পারে প্রায় ৫ লক্ষ আফগানবাসী
রাষ্ট্রসংঘএর 𒆙এক রিপোর্টে দাবি করা হল যে আগামী ৪ মাসের মধ্যে দেশ ছাড়তে পারে প্রায় ৫ লক্ষ আফগানবাসী।
বিমানবন্দরগামী সব রাস্তা বন্ধ করল তালিবান
কাবুল বিমানবন্দরগামী সকল সড়ক বন্ধ করে দিল তালিবান। বিমানবন্দরের একাংশের দখল নিয়ে ফেলেছে তারা⛦। ꦑ;
মার্কিন ডেটাবেস থেকে তথ্য নিয়েই আফগানদের খুঁজছে তালিবান
মার্কিন ডেটাবেসের সাহায্যেই আমেরিক🧔া এবং ন্যাটে দেশগুলি সাহায্য করা আফগানদের খুঁজে বের করছে তালিবানের আল ইশার ইউনিট। মুখে সাধারণ ক্ষমার কথা বললেও তা যে ম♑ানা হচ্ছে তা স্পষ্ট। আর তাই বিমানবন্দরে হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও দেশ ছাড়তে মরিয়া আফগানরা।
'RAW, আমেরিকার দালালদের নিস্তার নয়'
'RAW, আফগানিস্তান ন্যাশনাল ডিরেক্টোরেট অফ সিকিউরিটি এবং আমের𒊎িকার দালালদের নিস্তার নয়', এমনই হুঁশিয়ারি দিল তালিবানের আল ইশার ইউনিটের ব্রিগেড কমান্ডার ꩲনাওয়াজউদ্দিন হক্কানি।
সুইডেনেও তালিবান বিরোধী মিছিল
তালিবানের বিরোধিতায় সুইডেনের রাজধানী স্টকহোমে🦩র রাস✱্তায় নামেন আফগান শরণার্থীরা। সংখ্যালঘু, মহিলাদের অধিকার ফেরানোর দাবিতে স্লোগান তোলেন প্রতিবাদীরা
তালিবানের বিরোধিতায় সরব আফগানরা
আফগানিস্তানে তালিবানি শাসনের বিরোধিতায় গ্রিসে অবস্থ🌸িত মার্কিন দূতাবাসের বাইরো বিক্ষোভ প্রদর্শন কর🧸লেন আফগান শরণার্থীরা।
UNSC-র বিবৃতি থেকে ওড়ানো হল তালিবানি রেফারেন্স
রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বকাল শেষ করল ভাꦇরত। দায়িত্ব ছাড়ার আগে কাবুল বিমানবন্দরে বিস্ফ🀅োরণ নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক বিবৃতি থেকে তালিবানের একটি রেফারেন্স বাদ দিল ভারত।
কাবুল বিমানবন্দরে আটকে ২০ ভারতীয়
কাবুল বিমানবন্দরে এখ🥃নও আটকে ২০💟 ভারতীয়। এরই মাঝে ফের একবার কাবুল বিমানবন্দরে হামলার আশঙ্কা দেখা দিয়েছে।
আফগানিস্তান ছাড়ল ব্রিটেন
২০ বছর পর পুরোপুরি আফগানিস্তান ছাড়ল ব্রিটেন। সেনা আধিকারিক এবং কূটনৈতিকদের নিয়ে শেষ ব্রিটিশ বিমান এদিন সকালেℱ কাব🦩ুল ছাড়ে।
গত ১২ ঘণ্টায় উদ্ধার ২ হাজার
গত ১২ ঘণ্টায় কাবু🅷ল থেকে উদ্ধার করা 🥀হয়েছে ২ হাজার জনকে।
আইএস, আল কায়দা জঙ্গিরা ঢুকছে আফগানিস্তানে
রাষ্ট্রসংঘ এক রিপোর্টের মাধ্যমে সম্প্রতি জানিয়েছে যে ইসলামিক স্টেট, আল কায়দা জঙ্গি গোষ্ঠীর বহু সদস্য ইতিমধ্যে পাকিস্তান হয়ে আফগানিস্তানে ঢুকে পড়েไছে। পাকিস্তানে থাকা তালিবান জঙ্গিরাও আফগানিস্তানে ঢুকছে।
হামলার অশঙ্কায় কড়া নজরদারি
বিমানবন্দরের সাউথ গেটের কাছ থেকে আমেরিকার না𓃲গরিকদের দ্রুত সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন সেনা। ফের জঙ্গি হামলা হতে পারে এই অশঙ্কাতেই এমন সিদ্ধান্ত। এইসঙ্গে মার্কিন সেনাকে না জানিয়ে বিমানবন্দরের কাছে আসতেও নিষেধꦯ করা হচ্ছে আমেরিকার নাগরিকদের।
কাবুল বিমানবন্দরের একাংশের দখল নিল তালিবান
কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের একাংশের দখল নিল তাꦐলিবান।
আফগানিস্তানে থাকা ভারতীয়দের অভয় প্রদান মোদীর
শনিবার আফগানিস্তানে থাকা ভারতীয়দের অভয় প্রদান করেন মোদী। তিনি বলেন, 'আজ বিশ্বে যেকোনও প্রান্তে যদি কোনও ভারতীয় সমস্যার সম্মুখীন হয়, তাহলে ভারত নিজের সর্বশক্তি দিয়ে তাঁর পাশে দাঁড়াবে। তা সে করোনার চ্যালেঞ্জ হোক বা আফগানিস্তানের সমস্যা। বিশ্ব আমাদের কাজ ধারাবাহিক ভাবে দেখেছে। আফগানিস্তান থেকে বহু ভারতীয়কে ইতিমধ্যেই অপারেশন দেবী শক্তির মাধ্যমে দেশে ফেরꦗানো হয়েছে। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। সেখানে পরিস্থি𒊎তি খুব কঠিন।'
মৃত ১৩ মার্কিন সেনার দেহ ফিরছে দেশে
এদিকে কাবুল বিমানবন্দরে হামলার ঘটনায় নিহত ১৩ মার্কিন সেনাকর্মীর দেহাবশেষ আমেরিকায় নিয়ে আসা হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট বাইডেনের প্রেস সচিব জেন সাকি। তিনি বলেন, ‘বিস্ফোরণে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের এই আত্মবলিদান, সেবাকে সম্মান 🀅জানাতে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষে যা যা করা সম্ভব, তিনি সব করবেন।♚’
দেশে ফিরতে শুরু করেছে মার্কিন সেনা
পেন্টাগন জানিয়েছে মার্কিন সে𝐆নাবাহিনীর বেশ কয়েকটি দল আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছে। আরও জানানো হয়, বিগত ২০ বছরে ২ হাজার ৪০০-রও বেশি মার্কিন সেনা প্রাণ হারিয়েছে 𒁃আমেরিকার দীর্ঘতম যুদ্ধে।
আরও অভিযান চালাতে পারে আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই আক্রমণটাই শেষ নয়। আমরা বর্বরোচিত ওই আক্রমণের সঙ্গে জড়িত প্রত্💧য়েওকটি মানুষকে খুঁজে বের করব।’
‘ফের জঙ্গি হামলা হতে পারে কাবুলে’
কাবুল বিমানবন্দরে ফের জঙ্গি হামলা ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚহতে পারে বলে সতর্ক করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।