চিন দেশের সামরিকবাহিনীতে নাকি সবকিছু ঠিকঠাক নেই! বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে এমনই দওাবি 🍒করা হচ্ছে। সেই অনুসারে, লাল ফৌজের অন্দরে নাকি ছড়িয়ে পড়েছে দুর্নীতি জাল! যে জাল কাটতে 'কোমর বেঁধে মাঠে নেমেছেন' চিনের সরকারি গোয়েন্দারা। সবথেকে বড় কথা হল, এসবের জেরে চিনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন-এর বিরুদ্ধে নাকি দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করা হয়েছে!
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান এবং প্রাক্তন আধিকারিকদের সূত্র উল্লেখ করে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ🌺 সংবাদপত্র 'ফিন্যানসিয়াল টাইমস'। তাতে দাবি ꧙করা হয়েছে, জুনের বিরুদ্ধে শুরু হওয়া তদন্ত নাকি আদতে এক বিরাট ও ব্যাপক সামরিক দুর্নীতি সংক্রান্ত তদন্ত প্রক্রিয়ার অংশ।
যদি ব্রিটিশ সংবাদমাধ্যমের এই দাবি সত্যি হয়, তাহলে বলতে হবে, এই নিয়ে পরপর তৃতী🌠য়বার কোনও চিনা প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ꧂অভিযোগে তদন্ত শুরু হল।
এই বিষয়ে প্রশ্ন করা হলেও চꦡিনের সরকারের তরফে খোলসা করে কিছুই বলা হয়নি। তারা এই ঘটনা অস্বীকার করেনি, আবার আনুষ্ঠানিকভাবে কোনও স্বীকৃতিও দেয়নি।
যেমন - বুধবার এ নিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও 🌳নিং-কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসবই নাকি আসলে 'ছায়ার পিছনে দৌড়𝓀ানো'!
প্রসঙ্গত, গত বছরের 🎀ডিসেম্বর মাসেই ডং জুন-কে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেয় চিনের সরকার। নৌসেনার এই প্রাক্তন কমান্ডারকে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব তুলে দেওয়ার আগে, সেই পদে তাঁর পূর্বসূরি লি শ্যাংফু-কে হঠাৎই অপসারিত করা হয়েছিল। অপসারিত হওয়ার মাত্র সাতমাস আগেই মন্ত্রিত্ব পেয়েছিলেন তিনি।
সংবাদমাধ্যমের দাবি, সেই ঘট𒁏নার পর লি শ্যাংফু-কে শাসকদল কমিউনিস্ট পার্টি থেকেও বহিষ্কার করা হয়। এবং তারপর থেকে তাঁকে আর কখনও জনসমক্ষে দেখা যায়নি। শ্যাংফু-র বিরুদ্ধে নাকি ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল।
তাঁরও আগে চিনের প্রতিরক্ষা মন্ত্রী পদে বসানো হয়েছিল ওয়েই ফেংঘে-কে। কিন্তু, দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রথমে ত𒐪দন্ত ও পরে মামলা শুরু করা হয় এবং সব শেষে তাঁকেও দল থেকে বহিষ্কার করা হয়।
এই প্রসঙ্গে ডিলান লোহ নামে সিঙ্গাপুরের ন্যানিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে𒁃র এক সহকারী অধ্যাপক সংবাদ সংস্থা এএফপি-কে বলেন, 'এটা নিঃসন্দেহে একটা ধাক্কা। কারণ, বোঝাই যাচ্ছে, ওরা (চিনা ﷽প্রশাসন) এই পদে এমন একজনকে চাইছে, যিনি সম্পূর্ণভাবে স্বচ্ছ হবেন!'
একইসঙ্গে, লোহ এও জানান যে চিনা সামরিকবাহিনীতে দুর্নীতির অভিযোগ ও তদন্ত নতুন কিছু নয়। মাঝেমধ্যেই এসব ঘট♏ে সেখানে। এর নেপথ্য কারণ হিসাবে ব্যবসায়ীদের সঙ্গে চিনা সামরিক বাহিনীর দীর্ঘদিনের সম্পর্ককেই দায়ী করেছেন তিনি꧋।