ভারতে জনপ্রিয়তায় এগিয়ে কে খেলা নাকি বিনোদন? আরও ভালো করে বললে, ক্রিকেট নাকি বলিউড? হিসেবটা একটি রিসেন্ট সমীক্ষায় বেশ স্পষ্ট হয়ে🐬 গিয়েছে। সদ্যই প্রকাশ্যে এসেছে একটি সমীক্ষার রিপোর্ট। সেখানেই তুলে ধরা হয়েছে ভারতের সবথেকে বিখ্যাত বা জনপ্রিয় ব্যক্তিত্ব কারা। তবে সেখানে খেলাধুলার কাছে বলিউড, বিনোদন একটি পিছিয়েই আছে। হ্যাঁ, একেবারেই তাই। এক নম্বর তো বটেই, সেরা ৩ এও নাম নেই কোনও বলিউড স্টারের। তাহলে কে আছেন ভাবছেন? বির🍒াট কোহলি!
কী ঘটেছে?
ভারতের ৩৬ শহর থেকে প্রায় ৪০০০ উত্তরদাতার উত্তরের উপর ভিত্তি করে এই সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে। হনসা রিসার্চের সেই সমীক্ষা🌃 রিপোর্টে ভারতের সেরা ১০ তারকার লিস্ট প্রকাশ্যে আনা গিয়েছে। আর সেখানেই চমকে ওঠার মতো তথ্য পাওয়া গিয়েছে। সকলেই জানেন বিরাট বেশ জনপ্রিয়, কিন্তু তাই বলে শাহরুখের থেকেও বেশি জনপ্রিয় সেটা ভেবেছিলেন কি? এই সমীক্ষায় সেটাই ঘটেছে যেটা ভাবেননি। এই তালিকার শীর্ষে আছেন বিরাট কোহলি অর্থাৎ তাঁর জনপ্রিয়তার আশেপাশে কেউ নেই। এমনকি শাহরুখ বা সলমন তো সেরার সেরা তো 🐼দূর, সেরা ৩ এও নেই। তাহলে ভাবছেন দুই আর তিন নম্বর স্থানে কারা আছেন? সেখানেও আছেন দুই ক্রিকেট তারকা। দুই নম্বরে মহেন্দ্র সিং ধোনি বা ধোনি। এবং তিন নম্বরে সচিন তেন্ডুলকর।
তবে ৪ নম্বর থেকে বাকি তালিকা কিন্তু বিনোদন জগতের তারকাদের দখলেই আছে! এই রিপোর্টে ৪ ন🍰ম্বর স্থানে আছেন শাহরুখ♛ খান। ৫ এবং ৬ নম্বরে যথাক্রমে আছেন অক্ষয় কুমার ও অমিতাভ বচ্চন। ৭ এ আছেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাঁর অভিনীত পুষ্পা ২ শীঘ্রই আসছে বড় পর্দায়। ফলে তাঁকে নিয়ে যে এখন দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যাবে সেটা বলার অপেক্ষা রাখে না।
৮ এবং ৯ নম্বরে আছেন ভাইজান অর্থাৎ সলমন খান এ🌸বং হৃতিক রোশন। ভাবছেন এই তালিকায় একজনও মহিলা নেই কেন? এটা ﷺকি সম্ভব? তাহলে জানাই না, একেবারে শেষ স্থান অর্থাৎ ১০ নম্বরে আছেন দীপিকা পাড়ুকোন।
এই তালিকꦡা দেখা আপনার কী মনে হচ্ছে? আপনার কি মনে হচ্ছে রিপোর্টটি দেখে? আপনি কাকে কোন স্থানে রাখতেন?