মুখ্যমন্ত্রী বাছাইয়ের সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর উপরে ছেড়েও নিজের সাফল্যের খতিয়ান পেশ করলেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাপোড়েনের মধ্যেই বুধবার সাংবাদিক বৈঠকে শিন্ডে দাবি করেন, এনডিএ জোট এবং মহায্যুতির নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নেবেন, সেটাই তিনি মেনে নেবেন। কোনও পদের প্রতি তাঁর কোনও লোভ নেই। তবে একজন 'কমন ম্যান'-র মুখ্যমন্ত্রী হওয়া উচিত বলে সওয়া𒐪ল করেন শিন্ডে। মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী জানান, তিনি মনে করেন যে একজন 'কমন ম্যান'-র মুখ্যমন্ত্রী হওয়া উচিত। তিনিও খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। তিনি নিজেকে কমন ম্যান হিসেবেই দেখেন।
শিন্ডে বলেন, 'আমি সবসময় একজন কর্মী হিসেবে কাজ করেছি। আমি কখনও নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করিনি। মুখ্যমন্ত্রীর অর্থ হল কমন ম্যান। আমি সেটা মেনেই কাজ করেছি। মানুষের জন্য কাজ করা উচিত আমাদের। আমি মানুষের কষ্ট দেখেছি। 🍌আমি দেখেছি যে তাঁরা কীভাবে সংসার চালান।’
(বিস্তারিত পরে আসছে)