রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দল এবারে তাঁকে ছেড়𒁏ে দিয়েছে। শুধু তাঁকে একাই নন, গ্লেন ম্যাক্সওয়েল, উইল জ্যাকস, মহম্মদ সিরাজদেরও ছেড়ে দিয়๊েছে আরসিবি ফ্র্যাঞ্চাইজি। বাকিদের মতো দল পেয়ে গেছেন তিনিও। তিনি আরসিবির গতবারের অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি। এবারে তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালস দলের হয়ে। নিজের অভিজ্ঞতা ভাগ করে দেওয়ার ব্যাপারে উৎসুক রয়েছেন তিনি।
ফ্যাফ বলছেন তিনি গর্বিত বোধ করছেন-
২ কোটি টাকায় দঃ আফ্রিকার এই প্রাক্তন ক্রিকেটারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটলস দল। প্রয়োজন হলে তাঁকে দিয়ে অধিনায়কত্ব বা ওপেনিং করানো যাবে, এই ভেবেই ৪০ বছর♔ বয়সী এই ক্রিকেটারকে দলে নিয়েছে তাঁরা। দিল্লি ক্যাপিটালসের দে𝓀ওয়া এক ভিডিয়োতে ফ্যাফ ডুপ্লেসি বলছেন, তিনি অত্যন্ত সম্মানিত এবং গর্বিত বোধ করছেন দিল্লির প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে।
আরও পড়ুন-কখনও ফিল্ডিং সাজালে🔥ন! কখনও বাচ্চাদের মতো আনন্দ করলেন! পার্থে বিন্দাস মেজাজে বিরাট
দিল্লিতে নিজের অবদান রাখতে চান দুপ্লেসি-
ডুপ্লেসিকে সেই ভিডিয়োতে বলতে শোনা যায়, ‘সব সময়ই আইপিএলের অংশ হতে পেরে নিজেকে গর্বিত আর সম্মানিত বোধ করি। আমি অত্যন্ত গর্বিত আইপিএলের অংশ হতে পেরে, এবারে দিল্লি🦂 ক্♌যাপিটালসের হয়ে। দলে আমি নিজের অবদান এবং গুরু্ত্ব বজায় রাখতে চাইব। সকলকে মার্চ মাসে দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। ’।
আরও পড়ুন-ICC 🌟চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটাতে মঙ্গলবার জরুরি বৈঠক! সেদিন ঘোষণা হতে💫 পারে ভেনু
পুণে সুপার জায়ান্ট, সিএসকেতেও খেলেছেন অতীতে-
রাইজিং পুণে সুপার জায়ান্টে খেলার পাশাপাশি আইপিএল চ্যাম্প൩িয়নও হয়েছেন দুপ্লেসিস মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের সঙ্গে। এরপর ২০২২ সাল থেকে আরসিবির সঙ্গেই ছিলেন ডুপ্লেসিস। আরসিবির জার্সিতে তিনি ৪৫ ম্যাচে করেছেন ১৬৩৬ রান যা মোটেই কম নয়। গড় ৩৮এর বেশি। রয়েছে ১৫টি অর্ধশতরান, স্ট্রাইক রেটও ১��৪৭।
Video- বিরাট কোহলির ছয়! সপাটে আঘাত নিরাপত্তারক্ষীর মাথায়🃏! দৌড়ে গেলেন লিয়ন! দেখে যা করলেন কোহলি…
দিল্লি দল এবারে বেশ ব্যালেন্সড-
দিল্লির এই ফ্র্যাঞ্চাইজি আগে🐎ই অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, অভিষেক পোড়েল এবং দঃ আফ্রিকার ট্রাস্টান স্টাবসকে রিটেন করেছিল। এরপর ফ্যাফ ডুপ্লেসির পাশাপাশি মিচেল স্টার্ক, মুকেশ কুমার, লোকেশ রাহুলের মতো আইপিএলের তারকাদের দলে নেয় দিল্লি ক্যাপিটালস শিবির। ফলে এবারে তাঁদের দল বেশ ব্যালেনসড।