ত্রিপুরায় আগেই সম্পন্ন হয়েছিল নির্বাচন। গতকাল সম্পন্ন হয়েছে নাগাল্যান্ড ও মেঘালয়ের বিধানসভা নির্বাচন। এবার ভোটগণনার পালা। আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে উত্তরপূর্বের তিন রাজ্যের ভোটগণনা এবং প্রকাশিত হবে ফলাফল। এই তিন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর থাকবে। এদিকে রাজ্যে বিভিন্ন নিয়োগ দুর্নীতি মামলাতেও থাকবে নজর। ꦑএদিকে ডিএ আন্দোলন ঝাঁঝ বাড়াচ্ছে। আজ রাজ্যে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করার কথা আন্দোলনরত সরকারি কর্মীদের। ডিএ আন্দোলন, ত্রিপুরা-মেঘালয়ের রাজনৈতিক পরিস্থিতি, নিয়োগ দুর্নীতি সহ দেশ, বিদেশ, আন্তর্জাতিক স্তরের একাধিক গুরুত্বপূর্ণ খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
পদত্যাগ সিসোদিয়া ও সত্যেন্দ্ররের
ইস্তফাꦜ দিলেন দিল্লির মন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্রর জৈন। যাঁরা কেন্দ্রীয় এ💙জেন্সির তদন্তে চাপে আছেন।
কমল ভারতের আর্থিক বৃদ্ধির হার
কমে গেল ভারতের আর্থিক বৃদ্ধির হ𒐪ার। ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৪.৪ শতাংশ। যা তার আগের ত্রৈমাসিকে ছিল ৬.৩ শতাংশ।
সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না সিসোদিয়া, যাচ্ছেন হাইকোর্টে, জানাল AAP
সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না মণীশ সিসোদিয়া। সিবিআইয়ের গ্রেফতারির বিরোধিতা করে তিনি যে আবেদন করেছিলেন, সেই প্রেক্ষিতে তাঁকে 🏅দিল্লি হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টে যাচ্ছেন মণীশ।
উপাচার্য জট নিয়ে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীর সাংবাদিক সম্মেলন
মঙ্গলবার দুপুরে রাজভবনে বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলন করে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের শিক💧্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ সংক্রান্ত সমস্যার জট খুলেছে। ২৪টি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উ꧂পাচার্যদের কার্যকালের মেয়াদ তিন মাস বৃদ্ধি করিয়ে। এই সময়ের মধ্যে সার্চ কমিটি গঠন করে নতুন নিয়োগের প্রক্রিয়া চালু করা হবে।
বিভাসের আশ্রমের সঙ্গে যোগ নেই আসল সৎসঙ্গের
বিভাস অধিকারীর আশ্রমের সঙ্গ🌳ে ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের প্রতিষ্ঠিত সৎসঙ্গের কোনও সম্পর্ক নেই বলে দাবি করল ঠাকুর শ্রী অনুকূল চন্দ্রের প্রষ্ঠিত সঙ্ঘ। কর্তপক্ষের বক্তব্য, শ্রী শ্রী ঠাকুরের নাম নিয়ে যদি কেউ কিছু করে, সেখানে সৎসঙ্গের তো কিছু করার নেই।&n𓂃bsp;
নেপালে পালানোর ছক হৈমন্তীর, দাবি বিজেপি সাংসদের
বিজেপি সাংসদ খগেন মুর্মু দাবি করেছেন, মালদার চাঁচলে একটি হোটেলে সোমবার রাতে খুব গোপনে ঢ⭕োকেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। তাঁকে নিয়ে আস🦩েন এক তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামীরা। হৈমন্তী নেপালে পালানোর ছক কষছেন বলে জানা গিয়েছে।
দার্জিলিংয়ে টয় ট্রেনের ক্ষেত্রে দুটি বড় বদল
১ মার্চ থেকেই দার্জিলিংয়ে টয় ট্রেনের🐼 ক্ষেত্রে দুটি বড় বদল আসছে। দার্জিলিং থেকে নিউ জলপাগুড়িগামী ও নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয়ট্রেনের ক্ষেত্রে এসি স্পেশাল কোচ আপাতত বন্ধ রাখা হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য় ওই রুটে শীততাপনিয়ন্ত্রিত স্পেশাল এসি কোচের ট্রেন বন্ধ থাকবে। এদিকে টয় ট্রেনে আবার চালু হচ্ছে জয় রাইড। দার্জিলিং স্টেশন ও ঘুম স্টেশনের মধ্যে টয় ট্রেনের জয় রাইড চালু হবে। সব মিলিয়ে ৪টি স্পেশাল জয় রাইড চালু হচ্ছে।
গ্রুপ-ডি ওয়েটিং লিস্ট নিয়ে কড়া মন্তব্য বিচারপতির
নতুন গ্রুপ-ডি কর্মী নিয়♚োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে (এসএসসি) সর্তক থাকতে বললেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এক মামলার প্রক্ষিতে বিচারপতি বলেন, যে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছে তা গঙ্গাজলের মতো শুদ্ধ নয়। তাই ভালো করে যꦍাচাই করে যোগ্য প্রার্থীদের নাম তালিকায় রাখতে হবে।
বড়বাজারের মালাপাড়া এলাকায় আগুন
দুপুর নাগাদ আগুন লাগে বড়বাজারের মালাপাড়া এলাকার ৩বি দর্পনারায়ণ ঠাকুর স্ট্রিটের বাড়ি। আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দলকম বাহিনী। দুপুর দু’টো পর্যন্ত পাওয়া খবর, পুܫরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন।
৫০ শয্যার শিশু ওয়ার্ড খুলবে বেলেঘাটা আইডি হাসপাতালে
রাজ্যে🃏 ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে অ্যাডিনো ভাইর🎉াস। এই আবহে বহু শিশুকে বিসি রায় হাসপাতালে রেফার করা হচ্ছে। ফলে চাপ বাড়ছে বিসি রায় হাসপাতালে। এই অবস্থায় বিসি রায় হাসপাতালের ওপর চাপ কমাতে বেলেঘাটা আইডি হাসপাতাল ৫০ শয্যার শিশু ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।
আদালতে সাক্ষ্য দিতে গিয়ে অসুস্থ মৃত বিজেপি কর্মীর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে অসুস্থ হয়ে পড়লেন ‘ভোট পরবর্তী হিংসায়’ নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা। এরপর তড়িতড়ি তাঁকে ধরে একটি বেঞ্চে বসানো হয়। কিন্তু তিনি আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তাঁর অবস্থা কিছুটা স্থীতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা 🐼গিয়েছে।
রাজ্যপাল প্রসঙ্গে মুখ খুললেন স্পিকার
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল প্রসঙ্গে বলেন, 'রাজ্যপাল রাজ্যপালের মতো আছেন। আমি কোনও ব্যতিক্রমী আচরণ, পরিবর্তন দেখছি না। রাজ্যপাল সংবিধান মেনে কাজ করবেন, এটই স্বাভাবিক। বিরোধের কোনও জায়গা নেই। আমাদের বিধানসভা পরিচালনার ক্ষেত🅘্রে তেমন কিছুই দেখিনি।' স্পিকার আরও বলেন, ‘আমার সঙ্গে রাজ্যপালের কোনও বিরোধ নেই। বি♒ধানসভার কাজ বাদ দিয়ে তো আলোচনার জায়গা নেই। তাই কোনও বিরোধ নেই।’ রাজ্যপালকে বিল পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক বিল পাঠিয়েছি। রাজ্যপালের উচিত বিলগুলো ছেড়ে দেওয়া। ভারতবর্ষের সব বিধানসভায় বিতর্ক আছে। আমার মনে হয়, রাজ্যপালের কাছে যে বিল যাচ্ছে, সেটার সময়সীমা নির্ধারণ করে দেওয়া উচিত।’
নারদা মামলায় আদালতে হাজিরা ফিরহাদ-মদনের
নারদা মামলায় নগর দায়রা আদালতে আজ হাজিরা দিলেন - কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র। নগর দায়রা আদালতের বিচারক ﷺশুভেন্দু সাহা আজ মদন মিত্র ও ফিরহাদ হাকিমকে নারদা মামলায় দেরিতে হাজিরা দেওয়ার জন্য ভর্ৎসনা করলেন। বিচারক বলেন, 'এত ভিআইপি হয়ে গিয়েছেন যে বিচারককে অপেক্ষা করতে হবে ? যদি সময়মতো না আসেন তাহলে কীভাবে আপনাদের তুলে আনতে হয় জানি।'
আদালতে পেশ করা হল বিধায়ক নওসাদ সিদ্দিকীকে
আদালতে প্রবেশের সময় আইএসএফ বিধায়ক বলেন, 🤪‘আমি আশা করছিলাম স্পিকার স্যার আমার কাস্টেডিয়ান হয়ে কোনও কথা বলবেন। তিনি কী বলেছেন জানি না। আশা করছি তিনি আগামীদিনে কিছু কথা বলবেন। আমি আইনের পথেই হাঁটব। বাংলার অগণিত মানুষ আছে আমার পাশে। সময় নষ্ট ছাড়া আর কিছুই হচ্ছে না এভাবে আমাকে আটকে রেখে। হয়ত ভাবছে, আমাকে আটকে রেখে পঞ্চায়েত ভোটে কিছু করতে পারবে।’
‘খালিস্তানিদের সাহায্যে নির্বাচন লড়তেই দিল্লির এই আবগারি দুর্নীতি’
বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর বললেন, ‘এই মামলাটি জলের মতো। তাদের যা প্রাপ্য তা😼ই পাওয়া উচিত। ভারতে এই প্রথ🃏মবার একজন শিক্ষামন্ত্রী মদ কেলেঙ্কারির মামলায় তিহার জেলে যাবেন। পঞ্জাবে খালিস্তানিদের সাহায্যে নির্বাচন করার জন্য টাকা তুলতেই এই নীতি আনা হয়েছিল।’
ফোকাসে তেলাঙ্গানা, নড্ডার বাসভবনে শাহ
বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডার বাড়িতে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে কৌশল ঠিক করতে▨ এবং কর🍸্মসূচির পরিকল্পনা করতে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে আজ।
মেডিক্যাল কলেজে মৃত্যু অ্যাডিনোভাইরাস আক্রান্ত শিশুর
কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু অ্যাডিনোভাইরাসে আক্রান্ত শিশুর। হৃদরোগের চিকিৎসার জন্য হাসপাতালে ভর🍒তি হয়েছিল শিশুটꦡি। পরে জানা যায় অ্যাডিনোভাইরাসেও আক্রান্ত সে। মঙ্গলবার সকালে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় শিশুটির।
লাইনচ্যুত লোকাল ট্রেনের তিনটি কামরা
মঙ্গলবার সকালে মুম্বইয়ের বেলাপুর থেকে খারকোপার রুটে লোকাল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। খারকোপার স্টেশনে ঢোকার সময় এই দুর্ঘটনাটি ঘটে সকাল ৮টা ৪৬ মিনিটে। যাত্রীদের কেউ গুরুতর আঘাত পাননি বলে জান🍨া গিয়েছে।
লালু-রাবড়িকে তলব দিল্লির আদালতের
রেলের ক্যাটারিং দুর্নীতির মামলাতে আরজেডি প্রধান লাল প্রসাদ যাদব এবং তাঁর স্ত্রী তথা বিহারের প্রাক্তন 🌸মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীকে তলব করেছে দিল্লি আদালত। আগাম♕ী ১৫ই মার্চ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে তাঁদের।
রাজ্যপালের সচিব নিয়ে ফের নবান্ন-রাজভবন সংঘাতের আশঙ্কা
রাজ্যপালের প্রধান সচিব পদে তিনটি নামের প্রস্তাব রাজভবনকে পাঠিয়েছে নবান্ন। এঁরা হলেন অত্রি ভট্টাচার্য, বরুণকুমার রায় এবং অজিতরঞ্জন বর্ধ♒ন। তবে সেই তিন নামের পরিবর্তে চতুর্থ আইএএস - সুব্রত গুপ্ত হলেন রাজ্যপালের পছন্দ।
বৌবাজারে তিনটি পাড়ায় বাড়ি খালি করার নোটিশ মেট্রো রেলের
ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজে সতর্কতা অবলম্বনের জন্য ফের একবার বউবাজার এলাকায় বাড়ি খালি করার নোটিশ দিল রেল কর্তৃপক্ষ। গৌর দে লেন, দুর্গা পিতুরি লেন এবং স্যাঁকরা পাড়া লেন- এই তিন🦋টি এলাকার তিনটি বাড়িতে নোটিশ পাঠানো হলো। সেই বাড়িগুলি খালি করার জন্য বলা হয়েছে নোটিশ।
সুপ্রিম কোর্টে মণীশ সিসোদিয়া
স💟িবিআই-এর হাতে নিজের গ্রেফতারির বিরোধিতায় সুপ্রিম কোর্টে গেলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণী��শ সিসোদিয়া। আজ প্রধান বিচারপতির সামনে এই মামলাটি উত্থাপিত করা হতে পারে।
বিধায়ক খুন কাণ্ডে সাক্ষীর হত্যায় অভিযুক্তের এনকাউন্টার
বিএসপি বিধায়ক রাজু পালের হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী উমেশ পাল ক𓆉য়েকদিন আগেই খুন হয়েছিলেন দুষ্কৃতীদের হাতে। সেই ঘটনায় অভিযুক্ত এবার পুলিশের এনকাউন্টারে মৃত।
বিভাস অধিকারীকে তলব ইডির
শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকাণ্ডে নাম উঠে এসেছে বিভাস অধিকারী। তাঁকে আজ ইডি তলব করেছে বলে জানা গিয়ে🍸ছে। কৃষ্ণপুর টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের কর্ণধার বিভাস অধিকারীর নাম উঠে এসেছে ♔কুন্তল ঘোষের মুখে।
হ্যাক হল তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট
হ্যাক হয়ে গিয়েছে সর্ববারতীয় তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল। সোমবার রাতেই অ্যাকাউন্টের ছবি এবং নাম বদলে যায়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত অ্যাকাউন্টটি 'রিকভার' করা যায়নি। পেজের নাম বদলে হয়েছে 'যুগ ল্যাবস' (Yuga Labs), ছবিট🦋ি বদলে হয়েছে♐ ইংরেজি অক্ষর 'ওয়াই'।
'পুতিনকে মারবে তাঁর ঘনিষ্ঠরাই', চাঞ্চল্যকর দাবি জেলেনস্কির
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাঁর ঘনিষ্ঠরাই হত্যা করতে চাইছেন বলে চাঞ্চল্যকর দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ꦉ
মঙ্গলবার সকাল সকাল ভূমিকম্প মেঘালয়ে
মঙ্গলবার সকাল সকাল ৩.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মেঘালয়ের ত🍌ুরা থেকে প্রায় ৫৯ কিলোমিটার দূরে এই কম্পনের উৎসস্থল ছিল। আগের দিনই তাজিকিস্তান এবং আফগানিস্তান থেকে যথাক্রমে ৪.৩ এবং ৪.১ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছিল।
তাজিকিস্তানে ভূমিকম্প
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, মঙ্গলবার তাজিকিস্তানে রিখটার স্কেলে ৪.৩ মাত🐼্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার এর আগে তাজিকিস্তানের প💦্রতিবেশী দেশ আফগানিস্তানে ৪.১ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
গুজরাটে বিস্ফোরণ, মৃত ২
সোমবার রাতে গুজরাটের ভালসা꧙দ জেলার একটি কোম্পানিতে বিস্ফোরণে দু'জন মারা যায় এবং আরও দু'জন আহত হয়। পুলিশ জানিয়েছে যে মৃতদেহগুলি এখনও সনাক্ত করা যায়নি এবং বিস্ফোরণের কারণ অজানা।
বুথ ফেরত সমীক্ষা দেখে বড় ইঙ্গিত কনরাড সাংমার
বুথ ফেরত সমীক্ষা দেখে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনর💦াড সাংমা বড় ইঙ্গিত দিলেন। সম্ভবত পুরনো বন্ধু বিজেপির সঙ্গেই জোট গড়ে ফের সরকার গꩵঠন করার পরিকল্পনা করছেন তিনি।
কাশ্মীরে খতম এক জঙ্গি
জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় এক জঙ্গিকে খতম ক꧃রেছেন নিরাপত্তারক্ষীরা। এক কাশ্মীরি পণ্ডিতকে হত্যার ঘটনায় এমনিতেই উত্তপ্ত উপত্যকা। তার মধ্যে এই সাফল্য পেল নিরাপত্তাবাহিনী।
আজ সরকারি কর্মচারীদের ২ ঘণ্টার কর্মবিরতি
আজ, ২৮ ফেব্🌊রুয়ারি, মঙ্গলবার ২ ঘণ্টার জন্য কর্মবিরতির ডাক দিয়েছে ডিএ-র দাবিতে আন্দোলনে বসা সংগ্র🐻ামী যৌথ মঞ্চ। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছেন সংগঠনের সদস্যরা তবে তাঁরা স্পষ্টভাবে জানিয়েছেন, কোনওভাবেই মাধ্যমিক পরীক্ষা ও জরুরি পরিষেবা এই কর্মসূচির কারণে ব্যাহত হবে না।
ত্রিপুরায় এগিয়ে কে?
ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করতে পারে বলে ইঙ্গিত মিলেছে একাধিক বুথ ফেরত সমীক্ষায়। তবে তিপ্রা ♍মথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ত্রিপুরার রাজনীতিতে। এদিকে বাম-কংগ্রেস জোট ভালো টক্কর দিতে পারে বিজেপিকে। ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মিডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৩৬ থেকে ৪৫ টি আসন জিতে নিতে পারে বিজেপি। জি নিউজ-ম্যট্রিজের সমীক্ষায় বলা হচ্ছে, বিজেপি পাবে ২৯-৩৬ টি আসন। এদিকে টাইমস নাউ ইটিজি-র সমীক্ষা বলছে, বিজেপি জোট পেতে চলেছে ২৪ টি আসন।
মেঘালয়ে কেমন ফল করবে তৃণমূল?
এবার মেঘালয়ে সরকার গঠনের ডাক দিয়ে বিধানসভা নির্বাচনে ꦚলড়াই করেছে তৃণমূল কংগ্রেস। এই আবহে জি ম্যাট্রিজ বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেস আটটি থেকে ১৩ টি আসনে জিততে পারে। তবে ইন্ডিয়া টুডে এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষার দাবি, খাতা খুললেও তেমন দাগ কাটতে ব্যর্থ হবে তৃণমূল। এদিকে টাইমস নাও-ইটিজি বুথফেরত সমীক্ষার দাবি, তৃণমূল আটটি থেকে ১৪ টি আসনে জিততে পারে।