কুস্তি ফেডারেশনে ডামাডোল অব্যাহত। বিজেপি সাংসদ তথা ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ময়দানে নেমেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিকে ঝালদা পুরসভা নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। দেশ, বিদেশ, রাজ্যের যাবতীয় গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানতে চোখ র🎃াখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।
দক্ষিণেশ্বরে রটন্তী কালীপুজো
দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে রটন্তী কালীপুজো। সঙ🦹্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান মন্দির প্রাঙ্গণেই। পুরাণে তিন ধরনের কালীপুজোর উল্লেখ আছে, ফলহারিণী কালীপুজো, রটন্তী কালীপুজো এবং দীপান্বিতা কালীপুজো। আজ রটন্তী কালীপুজো ১৬৮তম বর্ষে পদার্পণ করল। শ্রী রামকৃষ্ণ দেবের পথ স্মরণ করে এই দিনের এই পুজো অনুষ্ঠিত হচ্ছে মন্দির প্রাঙ্গণে।
মেয়েকে জা বলে পরিচয় মায়ের!
কেন্দ্রীয় দলের প্রশ্নের মুখে মেয়েকে জা বলে পরিচয় মহিলা🎶র। এমনই ঘটনা ঘটল♏ মহিষাদলে। প্রশ্নের মুখে ঠিকাদার।
রটন্তী কালীপুজো রায়গঞ্জে
মাঘ মাসের চতুর্দশীতে শুক্রবাতিথি অনুযায়ী রটন্তী কালীপুজো অনুষ্ঠিত হয় রায়গঞ্জের ঐতিহ্যবাহী বন্দর আদি কালীমন্দিরে। এই পুজো বহু পুরনো। মন্দিরের সেবায়েত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় বলেন, প্রায় সাড়ে পাঁচশো বছর আগে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর থেকেই পঞ্চমুণ্ডির আসনে পূজিতা হন দেবী। এই মন্দিরে মা অত্যন্ত জাগ্রত। সারাবছর ৪ টি বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। জ্যৈষ্ঠ মাসে প্রতিষ্ঠা পুজো, ফলহারিণী পুজো, দীপান্বিতা অমাবস্যার পুজো এবং রটন্তী কালীপুজো। সেই অনুসারে শুক্রবার সকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। রাতভর চলবে পুজো। শোল🎃 ও বোয়াল মাছের ভোগ নিবেদন করা হবে। জেলা ছাড়িয়ে এই রাজ্য, ভিন রাজ্য থেকেও প্রচুর ভক্ত আসেন পুজো দিতে।
বকেয়া DA চাওয়ায় চটেছিল দিদির ‘দূত’-রা, প্রধান শিক্ষককে শো-কজ সরকারের
বকেয়💟া DA চাওয়ায় চটেছিলেন দিদির ‘দূত’-রা। সেজন্য শো-কজ করেছে সরকার। এমনই দাবি করলেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির জেনাডিহি প্রাথ🌄মিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাক্ষীগোপাল মণ্ডল।
এবার চাকরি কাড়বে Google! বিশ্বজুড়ে প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাই
বিশ্বজুড়ে প্রায়🔜 ১২,০০০ কর্মী ছাঁটাই করা হবে। বিবৃতি🅠 জারি করে জানাল গুগল।
‘রেসলিং ফেডারেশনের চাপে রাজনৈতির মোড় আন্দোলনে’
বজরং পুনিয়া বলেন, ‘আমরা দুঃখিত যে ক্রীড়াবিদদের অনুশীলন ছেড়ে প্রতিবাদে এখানে বসে থাকতে হচ্ছে। আমাদের লড়াই শুধুমাত্র ভ🃏ারতের রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে। আমরা আমাদের দাবিগুলি শোনার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে আবেদন করছি। ডব্লিউএফআই চাপে এই লড়াই রাজনৈতিক মোড় নিয়েছে।’
যন্তর মন্তরে বিজেন্দর
প্রত🤡িবাদী কুস্তিগীরদের সঙ্গে দেখা করতে যন্তর মন্তরে হাজির বক্🙈সার তথা কংগ্রেস নেতা বিজেন্দর সিং।
সাংবাদিকদের মুখোমুখি হবেন ব্রিজ ভূষণ সরণ সিং
আজ বিকেল ৪টের পর উত্তরপ্রদেশের রেসল✃িং প্রশিক্ষণ কেন্দ্রে সা𝓰ংবাদিকদের মুখোমুখি হবেন ব্রিজ ভূষণ সরণ সিং। তাঁর দাবি, সেখানে তিনি তাঁর বিরুদ্ধে হওয়া চক্রান্তের পরদা ফাঁস করবেন।
২৬০০ চাকরিপ্রার্থীর থেকে টাকা নেওয়ার অভিযোগ কুন্তলের বিরুদ্ধে
তাপস মণ্ডল করেন যে, মোট ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে নিয়েছেন কুন্তল। এই নিয়ে জেরা করতে এর আগে সিবিআই তলব করেছিল কুন্তলকে। বুধবার বিকেল ৩টের পর নিজাম প্যালেসে হাজিরা দিয়𓆏েছিলেন কুন্তল। আর আজ তাܫঁর ফ্ল্যাটে হানা দিল ইডি।
নিউটাউনে বিলাসবহুল ফ্ল্যাট কুন্তলের
জানা 🧸গিয়েছে, নিউটাউনের চিনার পার্ক এলাকায় বিলাসবহুল আবাসনে জোড়া ফ্ল্যাট রয়েছে যুবনে𒅌তার নামে। সেই ফ্ল্যাটগুলিতেই চলছে তল্লাশি। এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত ১৯ কোটি টাকা কুন্তলের কাছে পৌঁছেছে।
তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে ইডি
𒉰শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা হানা দিলেন হুগলির যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাটে। শুক্রবার সকাল থেকে ইডি আধিকারিকরা দু’টি দলে ভাগ হয়ে কুন্তলের দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।
গভীর রাতে শেষ হল ক্রীড়ামন্ত্রী-কুস্তিগীরদের বৈঠক
বৃহস্পতিবার গভীর রাতে আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর প্রায় চার ঘণ্টার বৈঠকেও সমস্যার সমাধানসূত্র বেরিয়ে আসেন। এই আবহে আজ বজরং পুনিয়🃏া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা ফের অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানা যাচ্ছে।
ঝালদা পুরসভায় নয়া জটিলতা
ঝালদা পুরসভায় নয়া সংকট। কারণ চেয়ারম্যান শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ হয়েছে। ৬ মাস আগেই তৃণমূল ত্যাগ করে নি꧃🐬র্দল হয়েছিলেন শীলা চট্টোপাধ্যায়। ১৯৯৩ সালের পুর–আইন অনুযায়ী তা করা যায় না বলে যুক্তি রাজ্যের। এবার নতুন চেয়ারম্যান হলেন তৃণমূল কংগ্রেসের সুদীপ কর্মকার।
রাজ্য বিজেপির দু’দিনের কর্মসমিতির বৈঠক শুরু আজ
আজ থেকে রাজ্য বিজেপির দু’দিনের কর্মসমিতির বৈঠক শুরু হচ্ছে দুর্গাপুরে। রাজ্য বিজেপির প্রথম সারির প্রায় সব নেতাই এই বৈঠকে আমন্ত্রিত। পঞ্চায়েত ভোটের আগে এই বৈঠক বেশ গু🐲রুত্বপূর্ণ হতে চলেছে বিজেপির জন্য।
৭১ হাজার নিয়োগপ্রাপ্তদের হাতে চিঠি তুলে দেবেন মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সরকারি দফতর এবং সংস্থাগুলিতে নতুন চাকরি পাওয়া প্রায় ৭১ হাজার যুবক-যুবতীদের নিয়োগ♑পত্র বিতরণ করবেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে এই নিয়োগকারীদের উদ্দেশে ভাষণও দেবেন।