Lockdown 2.0: হটস্পটে শুধু জরুরি পরিষেবায় ছাড়, ৩ মে পর্যন্ত এই কাজগুলি একদমই করবেন না
1 মিনিটে পড়ুন Updated: 19 Apr 2020, 06:08 PM ISTবর্ধিত লকডাউনের মেয়াদ শেষ না হও🃏য়া পর্যন্ত এই কাজগুলি কোনওভাবেই করা যাবে না।
বর্ধিত লকডাউনের মেয়াদ শেষ না হও🃏য়া পর্যন্ত এই কাজগুলি কোনওভাবেই করা যাবে না।
শনিবার মধ্যরাত থেকে অ-সংক্রামক এলাকাগুলিতে লকডাউন কিছুটা শিথিল করা হচ্ছে। তবে হটস্পট বা লাল জোনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚের জেলাগুলিত🦂ে লকডাউন একদমই শিথিল করা হবে না। সেখানে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু থাকবে। রবিবার সাফ জানিয়ে দিল কেন্দ্র।
আরও পড়ুন : হাইড্রক্সিক্লোরোকুইন-এর পার্শ্☂ব প্রতিক্রিয়া, দেখা দিল পেট ব্যথা ও বমির ভাব
তবে সꦇারাদেশেই আগামী ৩ মে পর্যন্ত কয়েকটি কাজে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হটস্পট (লাল জোন) ও সবুজ জোন 👍- সব জেলাতেই সেই কাজগুলি করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্র। সেগুলি কী কী জেনে নিন -
১) সমস্ত ঘরোয়া ও আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ থাকবে। শুধুমাত্র নিরাপত্তা সংক্রান্ত ও বিশেষ বিশেষ ক্ষেত্রে 🍎ছাড় থাকছে।
২) নির😼াপত্তা সংক্রান্ত কারণ ছাড়া সব যাত্রীবাহী ট্রেন বাতিল থাকবে।
৩) গণ পরিবহনের জন্য বাস পরিষেবা বন্ধ থাকবে।
৪) মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
আরও পড়ুন : New Tax Rate vs Old Tax Ra te with deductions- স্বনিযুক্তদের উপꩵার্জ🍒নের ওপর কোন নিয়মে TDS কাটবে?
৫) আন্তঃজেলা ও আন্তঃরাজ্য যাতাযাত করা যাবে না। শুধুমাত্র ꧒স্বাস্থ্যজনিত কারণ ও যে ক্ষেত্রগুলিকে নির্দেশিকায় ছাড় দেওয়া হয়েছে, সেক্ষেত্রেই যাতাযাত করা যাবে।
৬) সমস্ত শিক্ষা, প্রশিক্ষণ, কোচি♓♔ং প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
🌌৭) যেগুলি লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে, সেগুলি ছাড়া সমস্ত শিল্প ও বাণিজ্যিক কাজকর্ম বন্ধ থাকবে।
৮) আতিথেয়তা পরিষেবা (হসপিট্যালিটি সার্ভিস) বন্ধ থাকবে⛄। যেগুলিকে নির্দিষ্টভাবে ছা💝ড় দেওয়া হয়েছে, সেগুলি শুধু সচল থাকবে।
৯) ট্যাক্সি (অটো রিক্সা ও সাইকেল রিক্সা) এ꧂বং ক্যাব পরিষেবা বন্ধ 🤪থাকবে।
আরও পড়ুন : কমানো হচ্ছে না ২০% পেনশন, জানাল অর্থমন্ত্রক
১০) সমস্ত সিনেমা হল, মল, শপিং কমপ্লেক্স, জিম, স্পোর🐈্টস কমপ্লেক্স, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল ও সমগোত্রীয় জায়গাগুলি বন্ধ থাকবে।
১১) সমস্ত সামাজিক বা রাজনৈতিক বা খেলাধূলা বা বিনোদন বা শিক্ষা বা সাংস্কৃতিক ব🎃া ধর্মীয়-সহ অনান্য অনুষ্ঠানে কড়া 🦩নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১২) শেষকৃত🐼্যে ২০ জনের বেশি জমায়েত করতে দেওয়া 𝄹যাবে না।