বাংলা নিউজ > ঘরে বাইরে > Lockdown 4.0: ‘আমরা কীভাবে আটকাব?’ শ্রমিকদের চলাচল বন্ধের আবেদনে মন্তব্য সুপ্রিম কোর্টের
🎐 পরিযায়ী শ্রমিকদের চলাচল আটকানোর জন্য সুপ্রিম কোর্টের একটি আবেদন দায়ের হয়েছিল। সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।
🅠লকডাউন ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা হেঁটে, সাইকেল চালিয়ে বা ট্রাকের মধ্যে লুকিয়ে নিজেদের ভিটেয় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন। ভিটেয় ফেরার পথে অসংখ্য পরিযায়ী শ্রমিক পথ বা রেল দুর্ঘটনার মুখে পড়েছেন। মৃত্যু হয়েছে অনেকের। সেই বিষয়টি নিজের আবেদনে তুলে ধরেন আইনজীবী আলাখ অলোক শ্রীবাস্তব।
🐷তবে শুক্রবার শুনানিতে বিচারপতি এল নাগেশ্বরা রাওয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, 'আমরা কীভাবে (পরিযায়ী শ্রমিকদের চলাচল) বন্ধ করতে পারি?' শীর্ষ আদালত জানায়, পদক্ষেপ করার বিষয়টি রাজ্যগুলির উপর নির্ভর করছে। সংবাদমাধ্যমের ক্লিপিংয়ের উপর ভিত্তি করে তাতে হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম আদালত।
পরবর্তী খবর