Train Accident Plot: ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র? রেল ট্র্যাকে লোহার বার, কংক্রিটের টুকরো! উত্তর প্রদেশে ফের চাঞ্চল্য
1 মিনিটে পড়ুন Updated: 17 Nov 2024, 04:48 PM ISTমালগাড়ি আসছিল পিলিভিট থেকে বরেলিতে। চালকের সতর্ক෴তায় বড় বিপত্তি এড়ানো যায়।
মালগাড়ি আসছিল পিলিভিট থেকে বরেলিতে। চালকের সতর্ক෴তায় বড় বিপত্তি এড়ানো যায়।
ফের একবার উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র? এফ প্রশ্ন উস্কে দিচ্ছে সদ্য উত্তর প্রদেশের বারেলিতে ঘটে যাওয়া এক ঘটনা। বরেলিরা দিবনাপুর রেল স্টেশনের কিছুটা কাছে এক জায়গায় আচমকা রেল ট্র্যাকে মোটা লোহার বার, ও কংক্রিটের কিছু চাঁই দেখতে পান এক মালগাড়ির চালক🐈। মুহূর্তে তিনি সতর্কতা অবলম্বন করেন। তাঁর সতর্কতার জেরেই বড়সড় বিপত্তি এড়িয়ে যেতে♔ পারে ট্রেনটি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে।
মালগাড়ি যাচ্ছিল পিলিভিট থেকে বরেলির দিকে। তখনই বরেলির কাছে এক রেল ট্র্যাকে দেখা যায়, বড় লোহার বার পড়ে থাকতে। এখানেই শেষ নয়, রেল লাইনে কংক্রিটের বেশ কিছু ভাঙা অংশ পড়ে ছিল। তখন তা দেখতে পেয়েই ইমার্জেন্সি ব্রেক ব্যবহার করেন লোকো পাইলট। ট্রেনকে তিনি ধীরে করে দেন। ফলে ট্রেনের ওপর কোনও প্রভাব পড়েনি। উত্তর পূর্ব রেলের বরেলি ইজ্জতনগর ডিভিশনের মুখপাত্র রাজেন্দ্র সিং বলেন,'মালগাড়ি আসছিল পিলিভিট থেকে বরেলিতে। চালক লক্ষ্য করেন ট্র্যাকের ওপর কিছু রাখা ছিল। তিনি ধীরে ধীরে ইমার্জেন্সি ব্রেক ব্যবহার করেন, যাতে ট্রেন লাইনচ্যুত না হয়।' যদিও এই ঘটনায় ট্রেনের ইঞ্জিনে বেশ কিছুটা ক্ষতি হয়। তবে এতে কোন💝ও হতাহতের ঘটনা ঘটেনি। রেল কর্তৃপক্ষ মনে করছে যে, এই আবর্জনা, কংক্রিটের চাঁই সেখানে জেনে বুঝে ফেলা হয়েছিল। প্রশ্ন উঠছে , তাহলে কি কানপুরের পর উত্তর প্রদেশের বারেলিতে কোনও দুর্ঘটনার ছক কষা হয়েছিল? এর নেপথ্যে কারা? প্রশ্ন থেকে যাচ্ছে।
এদিকে, পুলিশ ও রেলের তরফে গোটা বিষয়টিই তদন্ত করা হচ্ছে। গোটা ট্র্যাকের তল্লাশি চলছে। পুরো ট্র্যাক ইতিমধ্যেই পরিচ্ছন্ন করা হয়েছে। এদিকে, এই ঘটনার জেরে ট্রেন দেরিতে চলছে এই রুটে। তবে উত্তর প্রদেশে এই প্রথম নয় এমন ঘটনা। এর আগেও উত্তর প্রদেশে রেল ট্র্যাকে সিলিন্ডার রেখে ও পাখর রেখে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা হয়েছে। গত সেপ্টেম্বর মাসেই এই কাণ্ড ঘটেছিল কানপুর ও প্রয়াগরাজে। উত্তর প্রদেশের কানপুরে রেলট্র্যাকে সিলিন্ডার রেখে ট্রেন লাইনচ্য়ুত করার চেষ্ট🌼া হয়েছে। অন্যদিকে, প্রয়াগরাজ ট্রেনের লাইনে রাখা হয়েছিল পাথর। সেই ঘটনার পর নতুন করে বরেলির ঘটনা আতঙ্কের সৃষ্টি করেছে।