তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে 'ক্যাশ ফর কোয়ারি' (প্রশ্নের জন্য নগদ) অভিয⛦োগ নিয়ে লোকসভার এথিক্স কমিটি বৃহস্পতিবার প্রথম বৈঠক বসেছে। ওই দিন বিজেপি সাংসদ এবং অভিযোগকারী নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের বক্তব্য রেকর্ড করতে পারে এথিক্স কমিটি।
স্পিকা🌠র ওম বিড়লার কাছে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নথি জমা দিয়েছিলেন দুবে ও দেহদ্রাই। স্পিকার সেই নথি যাচাই করার জন্য বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকারের নেতৃত্বাধীন এথিক্স কমিটির কাছে পাঠান।
এর আগে নিশিকান্ত দুবে বলেন, মহুয়ার প্রাক্তন বন্ধু আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই তাঁকে সমস্ত নথি দিয়েছেন। যে নথিতে স্পষ্ট𝔍 আদানি এবং মোদী সরকারের বিরুদ্ধে সংসদে প্রশ্ন তোলার জন্য ব্যবসায়ী হিরানন্দানির থেকে 'টাকা' নিয়েছিলেন।
এথিক্স কমিটির প্যানেল জানিয়েছে, সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রশ♓্নের জন্য নগদ অর্থ নেওয়া অভিযোগ গত ১৫ অক্টোবর আনেন সাংসদ নিশিকান্ত দুবে। সেই অভিযোগ নিয়ে আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের মৌখিক সাক্ষ্য নেওয়া হবে। তাই নিজের আনা অভিযোগে উপর নিজের বক্তব্য রেকর্ড করবেন দুবে।
(পড়তে পারেন: মহুয়ার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল? পাশে 🌌থাকার কথা জানালেন ফিরহাদ)