করোনাভাইরাস পরিস্থিতিতে এবার পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা। আর বিশ্বের সেই সংকটময় অবস্থায় ভগবান বুদ্ধের শিক্ষা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এমনটাই মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।বৃহস্পতিবার ভিডিয়ো বার্তায় মোদী বলেন, 'ভগবান বুদ্ধ নিজেরই দূরদর্শী হয়ে উঠেছিলেন এবং অন্যদের পথ দেখিয়েছিলেন।' আর ভগবান বুদ্ধের প্রতিটি উক্তি, বাণী কীভাবে মানবিকতার প্রতি ভারতের দায়বদ্ধতা আরও বাড়িয়ে তুলেছে, সেই ব্যাখ্যাও দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘করোনা মহামারীর থেকে প্রত্যেক নাগরিকের জীবন রক্ষার জন্য সমস্ত চেষ্টা করার পাশাপাশি বিশ্বে নিজের দায়িত্বও পালন করছে ভারত।’ আগামীদিনেও ভারত সেই কাজ করবে বলে আশ্বাস দেন মোদী। দেশের উন্নতি নিয়ে নিজের বিশ্বাসও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ‘দেশের অগ্রগতি বিশ্বের উন্নয়নের গতিকেও ত্বরান্বিত করবে।’পাশাপাশি, মহামারীকে একত্রিতভাবে হারানোর জন্য দেশবাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আর্জি জানান মোদী। করোনা মোকাবিলায় যাঁরা সামনে থেকে কাজ করছেন, তাঁদের সহনশীলতার প্রতি সম্মান করারও আহ্বান জানান। মোদীর কথায়, ‘এই কঠিন সময়ে আমাদের আশপাশে অনেকে আছেন, যাঁরা নিজেদের আরাম, সুখ-শান্তির বিসর্জন দিয়ে অনবরত অন্যদের সাহায্য করে যাচ্ছেন। এরকম মানুষ সম্মান ও প্রশংসার দাবিদার।’