শ্রুতি তোমার
মধ্যপ্রদেশে মুখ্য়মন্ত্রীর চেয়ারে সবে বসেছেন মোহন যাদব। আর চেয়ারে বসেই প্রথম নির্দেশেই তিনি ওই রাজﷺ্যের সমস্ত ধর্মীয়স্থানে লাউডস্পিকার ও ডিজের ব্যবহার নির্দিষ্ট শব্দসীমার বাইরে বাজানো নিষিদ্ধ করে দিলেন।
নয়েজ কন্ট্রোল অ্য়াক্ট, নয়েজ পলিউশন রুলস ২০০০, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের গাইডলাইন মেনে এই বড় নির্দেশ দিয়েছেন তিনি। তিনি নির♐্দꦜেশ দিয়েছেন, কেবলমাত্র নির্দিষ্ট নিয়ম মেনেই এই লাউডস্পিকার ও ডিজে বাজানো যাবে। যেকোনও ধর্মীয় স্থান বা অন্যান্য জায়গার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে।
এই নয়া নির্দেশে বলা হয়েছে, 🌸শিল্পতালুক এলাকায় দিনের বেলা সর্বোচ্চ শব্দসীমা হল ৭৫ ডেসিবেল, রাতে ৭০ ডেসিবেল, কমার্শিয়াল এলাকায় এই শব্দসীমা হবে দিনের বেলা ৬৫ ডেসিবেল আর রাতে ৫৫ ডিবি। আর রেসিডেন্সিয়াল এলাকায় এটা হবে ৫৫ ডেসিবেল আর ৪৫ ডেসিবেল রাতের বেলা। সাইলেন্স জোনে এই শব্দসীমা থাকবে দিনের বেলা ৫০ ডেসিবেল আর রাতের বেলা ৪০ ডেসিবেল।
নির্দেশে বলা হয়েছে, অনুমতি ছাড়া অতিরিক্ত শব্দ করে লাউডস্পিকার বাজানো একেবারে অবৈধ। এই শব্দদুষণ রুখতে ফ্লাইং স🐼্কোয়াড রাখা হবে। তারা জেলায় জেলায় কাজ করবে।
এদিকে যে ꦕসমস্ত ধর্মীয়স্থানে এই নিয়ম মানা হচ্ছে না তার তালিকা তৈরি করা হবে। ধর্মীয় নেতাদের সঙ্গেও এনিয়ে কথা বলা হবে। মূলত মাইকের অত্যাচার যাতে না থাকে সেটা বিশেষভাবে দেখা হবে।
গোটা ব্যবস্থাটির দেখভালের জন্য অ্যাডিশনাল ডিরেক্টর জ🃏েনারেল অফ পুলিশ ক্রাইম রিসার্চ ডিপার্টমেন্টকে নোডাল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে।